Work From Home Jobs: আপনি কি অনলাইনে পড়াতে চান? তাহলে আপনি একদম নিজের বাড়ি থেকে বসে পড়ানোর সুযোগ পাচ্ছেন। তবে আপনাকে Spoken English এ দক্ষ হতে হবে। তাহলে আপনি এখানে পড়ানোর সুযোগ পেয়ে যাবেন। যারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। কারন নিজের সময় মত পড়িয়ে আপনি ভালো বেতনও পেয়ে যাবেন ।
এই কাজটিতে কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি প্রয়োজন, কোথায় এই কাজ হবে, তাদের দায়িত্ব কি হবে সেই সব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগকারী সংস্থা : Planet Spark , GURGAON
গুরুত্বপূর্ণ তারিখ : আবেদন শুরু হয়েছে, আবেদন করার শেষ তারিখ ০৯/০২/২০২৫
Planet Spark সম্পর্কিত তথ্যঃ
Planet Spark একটি Global Level Company. এই Company Confident Speakers ও Creative Writers build up করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এখানকার Students রা বিশ্বব্যাপী Digital দুনিয়ায় নিজেদের Establish করে চলেছে। You Tube Video Creation, Podcast, Standup Comedy , Innovative Content Creation, এই সব ক্ষেত্রে দক্ষ করে তোলে ছেলে মেয়েদের।
Read More : ইংরেজি শিক্ষক নিয়োগ, অনলাইনে পড়ানোর সুযোগ
এই কাজের স্থান :
এই কাজটি Offer করা হয়েছে Planet Spark Company র তরফ থেকে। কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ বাড়ি বসে করতে পারবেন।
কারা কারা আবেদন করতে পারবেন ?
আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন –
১) আপনাকে SPOKEN ENGLISH এ দক্ষ হতে হবে।
২) এই কাজ করার ১ বছরের অভিজ্ঞ্তা থাকতে হবে।
দায়িত্ব কি থাকবে?
১) আপনাকে প্রথমে Demo Class Arrange করতে হবে।
২) Student দের জন্য Regular এবং Engaging Class Arrange করা।
৩) Student দের Language Skill কে উন্নত করার কাজে সাহায্য করা।
৪) তাদের থেকে Feedback নেওয়া ও সেই মতো তাদের সাহায্য করা।
কি কি সুবিধা পাওয়া যাবে ?
১) এই কাজটি Work From Home Jobs
২) আপনার নিজের সময়মত করতে পারবেন।
৩) International Students পড়ানোর সুযোগ পেয়ে যাবেন
বেতন কত পাবেন ?
এই ( Work From Home Jobs) কাজ করলে বেতন বেশ আকর্ষণীয়। বার্ষিক CTC পেয়ে যাবেন ৩,৫০,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত।
How to Apply For Work From Home Jobs ?
এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার Link দেওয়া আছে সেখান থেকে Apply Now তে গিয়ে আবেদন করতে পারবেন।
Application Link : Click Here