West Bengal Co-operative Service Commission Officer Recruitment 2025 : কোঅপারেটিভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ, গ্রাজুয়েট পাশে আবেদন করুন

West Bengal Co-operative Service Commission Officer Recruitment 2025 : সম্প্রতি West Bengal Co-operative Service Commission র তরফ থকে বেশ কিছু পদের জন্য অফিসার নিয়োগ হবার বিজ্ঞপ্তি প্রকাসিত হয়েছে। গ্রাজুয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহন করা ইতিমধ্যে শুরু হয়েছে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর : West Bengal Co-operative Service Commission

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু6/2/2025
আবেদন শেষ6/3/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

Post NamesVacancy
Asst. Manager1
Accountant1
Assistant Manager1
Officer1
Manager1
Scale-I Officer2
Manager (Accounts)1
Deputy Manager3

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
Asst. ManagerB.COM HONOURS
AccountantB.COM HONOURS
Assistant ManagerGraduate
OfficerB.COM HONOURS
ManagerB.COM
Manager (Accounts)B.COM
Deputy ManagerMBA/MCA

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সর্বচ্চ বয়স ৪৫ হলেও হবে।

Read More : রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৯০০০ টাকা, কারা আবেদন করবেন জেনে নিন

How To Apply For West Bengal Co-operative Service Commission Officer Recruitment 2025 ?

আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।

আবেদনের ফি কত ?

আবেদনের জন্য ফি প্রয়োজন ৬৫০ টাকা, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ফি ২৫০ টাকা।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ হয় কয়েকটি ধাপে –

১) Online Computer-Based Test 

২) Descriptive Written Test

৩) Interview

Important Links

Apply OnlineClick Here
Official NotificationClick Here
About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment