WEBCSC Recruitment, 2025: যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাঙ্কে চাকরি খুঁজছেন তাদের জন্য আসতে চলেছে এক নতুন বিজ্ঞপ্তি। গত ২৫ শে ডিসেম্বর বের হয়েছে এক সংক্ষিপ্ত notice, যেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি clerical ও অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই আর সময় দেরি না করে জোর কদমে প্রার্থীদের প্রস্তুতি শুরু করে দিতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে অবশ্যই এটা এক বিরাট সুযোগ।এই চাকরির বেতনও বেশ আকর্ষণীয় । তাই অনেকেই এই চাকরি করতে চাইবে।
এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে যেমন কি কি পদ থাকবে, কত বেতন হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, নিয়োগ পদ্ধতি কি হবে, সিলেবাস কি থাকে এই সব বিষয়ে জানতে অবশ্যই এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
নিয়োগকারি সংস্থা ঃ West Bengal Co-operative Service Commission (WEBCSC)
গুরুত্বপূর্ণ তারিখ ঃ West Bengal Co-operative Service Commission (WEBCSC) নিয়োগের জন্য কবে থেকে আবেদন গ্রহন শুরু হবে সে বিষয়ে যখন মূল বিজ্ঞপ্তি আসবে সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে।
কোন কোন পদের জন্য নিয়োগ হবে ও শূন্যপদ কত থাকবে?
এই নিয়োগের দ্বারা Office Assistant, Accountant ,Chief Accountant, System Expert, Dairy Technologists, Fishery Experts এই সব পদের জন্য কর্মী নিয়োগ হবে। এগুলো সব Clerical ও Officer লেভেলের পোস্ট।
শূন্যপদের জন্য এখনও কোণ update নেই , সেক্ষেত্রে মূল বিজ্ঞপ্তি বের হলেই বিস্তারিত ভাবে জানা যাবে। এই বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
বেতন কত হবে?
Clerical ও Officer লেভেলের পোস্ট এর বিভিন্নতার জন্য বেতন বিভিন্ন হবে। তবে মাসিক বেতন প্রায় ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে যা বেশ আকর্ষণীয়।
Read More :প্রেসিডেন্সিতে রিসার্চ ফেলো নিয়োগ,বেতন ৩৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে ?
Clerical ও Officer লেভেলের পোস্ট এর জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা হোল
Post Name | Educational Qualification | Age |
Clerical | Graduate in any discipline from a university recognized by the UGC with 50% marks in Higher Secondary or equivalent examination | Lower Age Limits-18 Years & Upper Age Limits 40 Years |
Officer | Graduate in any discipline from a university recognized by the UGC | Lower Age Limits-18 Years & Upper Age Limits 40 Years |
আবেদন পদ্ধতি কি ?
West Bengal Co-operative Service Commission (WEBCSC) র অফিসিয়াল Website থেকে অনলাইনে আবেদন করতে হবে।
How To Apply For WEBCSC Recruitment, 2025:
Computer Based Test এবং Interview র দ্বারা নিয়োগ হয়ে থাকে।
Important Links
Indicative Notification | Download Here |
Website | Click Here |