WBPSC IDO Notification, 2025 : রাজ্য জুড়ে আবার খুশির খবর চাকরিপপ্রার্থীদের জন্য । আবার নতুন ভাবে নিয়োগ হতে চলেছে Industrial Development Officer পদের জন্য। পিএসসির তরফ থেকে ২৪শে ডিসেম্বর এক নোটিশ জারি করা হয়েছে। সেখানে আগামী বছরে IDO নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসবে বলে জানানো হয়। যে সমস্ত ছেলে মেয়েরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরি করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়, তাদের কাছে এই খবরটি অবশ্যই গুরুত্বপূর্ণ ।
IDO নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL
গুরুত্বপূর্ণ তারিখ ঃ পরবর্তীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদনের শুরু কবে থেকে ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানানো হবে।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ নিয়োগ হবে Industrial Development Officer পদের জন্য MSME তে। শূন্যপদ কত থাকবে তা মূল বিজ্ঞপ্তি যখন বের হবে সেখানে সঠিক সংখ্যা বলা থাকবে।
বেতন কাঠামো কেমন
WBPSC IDO Notification, 2025 র মাধ্যমে যে IDO পদে নিয়োগ হবে তাদের বেতন যথেষ্টই আকর্ষণীয় । বেতন হয় প্রায় ৩৫,০০০ টাকা। তাই যে সমস্ত ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করে ভবিষ্যৎ গড়তে চান , তাদের জোর কদমে প্রস্তুতি চালিয়ে যেতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারিদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখাতে গ্রাজুয়েট হতে হবে। এছাড়া যারা Engineering এ diploma করেছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC রা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন যথাক্রমে ৫ বছর এবং ৩ বছর।
Read More: রাজ্যে আবার প্রচুর ক্লার্ক নিয়োগ,বিজ্ঞপ্তি শীঘ্রই
How To Apply For WBPSC IDO Notification, 2025
আবেদন করতে হয় সম্পূর্ণ অনলাইনে। PSC র Website থেকে। অনলাইনে নিজের নাম , ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ছবিসহ দরকারি প্রমান জমা করতে হয়।
কি কি Document লাগবে
১) শিক্ষাগত যোগ্যতার প্রমান
২) Caste Certificate
৩) পাসপোর্ট ছবি
৪) Birth Certificate
নিয়োগ পদ্ধতি
IDO নিয়োগের জন্য পরীক্ষা হয় দুটি ধাপে। প্রথমে হয় প্রিলিমিনারি ও Interview.প্রিলিমিনারিতে থাকে ১০০ নম্বর, সময় 1 hour 30 miniutes. পরীক্ষা হয় Math, Reasoning, G.K ও General Science এইসব বিষয় নিয়ে। এখানে সফল হলে Interview র জন্য ডাকা হয়। Interview তে সফল হলে হয় চাকরি।
Preliminary(Math,Reasoning,G.K,G.S) | 100 |
Interview | 100 |
Interview র নম্বর অনুযায়ী Merit List বানানো হয়।
Important Links
Indicative Notification | Download Here |
Website | Click Here |