WBPSC Clerkship New Vacancy, 2025: আগামি বছর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার আসতে চলেছে নতুন সুখবর। ২০২৪ সালের নভেম্বর মাসে সদ্য শেষ হয়েছে ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা। তার ফলপ্রকাশ এখনও হয় নি। তবে আশা করা যাচ্ছে ২০২৫ সালের মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ বেরতে পারে তার ফলাফল। তবে তার আগেই পিএসসির তরফ থেকে ২৩ শে ডিসেম্বর এক indicative নোটিশ প্রকাশ পায়। তাতে ২০২৫ সালে আবার নতুন ক্লার্কশিপ পরিক্ষা হতে চলেছে , তার ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিইয়েত, Directorate, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসের কাজের জন্য lower ডিভিসন ক্লার্ক পদে প্রায় কয়েক হাজার শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হতে পারে জানুয়ারি মাস থেকে।
ক্লার্কশিপ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন কি রকম,পরিক্ষার পদ্ধতি সবকিছু বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
নিয়োগকারি দপ্তর ঃ Public Service Commission, West Bengal
গুরুত্বপূর্ণ তারিখঃ নতুন বিজ্ঞপ্তিতে আবেদন জমা করার শুরু ও শেষ সবটা বলা থাকবে।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা ঃ বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় ৬০০০ শূন্য পদে ক্লার্ক নিয়োগ হতে পারে। সে সম্পর্কে মূল বিজ্ঞপ্তিতে সঠিক vacancy জানা যাবে।
Read More: ভারতীয় রেলে ফের প্রচুর গ্রুপ D নিয়োগ, শূন্যপদ ৩২,৪৩৮
বেতন কেমন হয়?
ক্লার্কশিপ পদের ক্ষেত্রে মাইনে প্রার্থী কোন দপ্তরে চাকরি করছেন তার উপর কিছুটা নির্ভর করে। তবে সাধারনত মূল মাইনে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শুরুতে মাইনে মাসে প্রায় ২৭,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা ঃসকল আবেদনকারীকে ১/১/২০২৪ র হিসাবে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে sc, st ও obc রা সরকারি নিয়ম অনুযায়ই যথারীতি বয়েসের ছাড় পাবেন।
মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, graduate বা post graduate পাশ ছেলে মেয়েরা আবেদনের জন্য যোগ্য। computer জানা থাকতে হবে এবং english typing এ ২০টি ও বাংলা typing এ ১০টি শব্দ তোলার গতি থাকতে থাকতে হবে।
আবেদন পদ্ধতি ঃ আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, নিজের সব তথ্য দিয়ে form জমা করতে হবে।
কি কি Document লাগবে WBPSC Clerkship New Vacancy, 2025
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমান
২) caste certificate
৩)বয়েসের প্রমান
Selection Process for WBPSC Clerkship New Vacancy, 2025
প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি , মেন্স ও typing test র দ্বারা। চূড়ান্ত তালিকা তৈরি হবে প্রিলিমিনারি ও
মেন্স নম্বর দেখে। কোন interview নেই।
Important Links
Indicative notification | Download Here |
Website Link | Click Here |