WBPDCL Recruitment Notification 2025 : সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি যথেষ্ট ভালো বেতনের। তবে এটি চুক্তিভিত্তিক চাকরি। পরবর্তীকালে মেয়াদ বাড়তে পারে।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর ঃWBPDCL
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Application Starting Date | 17/2/2025 |
Application Closing Date | 18/3/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
এখানে যে সকল পদেতে নিয়োগ হবে সেগুলি হোল জুনিয়র কনসালটেন্ট, GBWB ও PPJH এর ম্যানেজার পদ, ডেপুটি কনসালটেন্ট, সেফটি অফিসার, সুপারভাইজিং অফিসার, স্বাস্থ্য অফিসার, সুপারেনটেনডেন্ট, সহকারি সুপারেনটেনডেন্ট, ম্যাগাজিন ইনচার্জ, সহকারি ম্যাগাজিন ইনচার্জ ইত্যাদি।
Read More : ভারতীয় ডাক বিভাগে প্রচুর ভাক্যান্সি, শুধুমাত্র মাধ্যমিক পাশে করুন আবেদন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন এবং বয়সও বিভিন্ন। আপনারা চাইলে অফিসিয়াল নোটিস দেখে নিতে পারেন।
How To Apply For WBPDCL Recruitment Notification 2025 ?
আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।
নিয়োগ পদ্ধতি কি ?
এই নিয়োগের জন্য হবে ইন্টারভিউ। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে।
Official Notification : Click Here