WBJEE Result 2025: ফের পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের তারিখ! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় থমকে চাকরির আশা।

WBJEE Result 2025: ৭ আগস্ট, ২০২৫, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের বহু প্রতীক্ষিত WBJEE 2025 পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। পূর্ব ঘোষণামতো বিকাল ৩টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারতেন। তবে শেষ মুহূর্তে ফের জটিলতা তৈরি হওয়ায় পিছিয়ে গেল ফলপ্রকাশ। মূলত, রাজ্যের ওবিসি সংরক্ষণ (OBC Reservation) সংক্রান্ত মামলার জেরে এই স্থগিতাদেশ জারি হয়েছে।

এই জটিলতা শুধুমাত্র WBJEE নয়, আরও দশটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশের ওপর প্রভাব ফেলেছে। ফলে রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রী এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। আজকের এই প্রতিবেদন সেই দিকেই আলোকপাত করছে।

Read More: DVC তে গ্র্যাজুয়েশন পাশে অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে চাকরি! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

WBJEE Result 2025

আজ WBJEE-র ফলাফল (WBJEE Result 2025) প্রকাশের নির্ধারিত দিন হলেও, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন ওবিসি তালিকা অনুসরণ করে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। ফলাফল প্রকাশ করতে হলে ২০১০ সালের আগের ওবিসি তালিকা ও সার্টিফিকেট অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই নির্দেশ জারি হতেই WBJEE সহ অন্তত ১০টি পরীক্ষার ফলপ্রকাশ আপাতত বন্ধ রাখা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ৩ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

আদালতের নির্দেশ ও OBC সংরক্ষণ নিয়ে বিতর্ক

কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় স্পষ্টভাবে জানানো হয়েছে, মেধাতালিকা প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র ২০১০ সালের আগের ওবিসি সার্টিফিকেট গ্রাহ্য হবে। যদিও পরে ২৮ জুলাই সুপ্রিম কোর্ট এই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।

বিচারপতি চন্দের বক্তব্য অনুযায়ী, যখন কলকাতা হাইকোর্ট এই নির্দেশ জারি করেছিল, তখন সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ বলবৎ ছিল না। তবুও কেন সেই নির্দেশ কার্যকর করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি নিজেই।

এছাড়াও প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের পর এত দ্রুত কীভাবে নতুন তালিকা তৈরি করে মেধাতালিকা প্রস্তুত হলো? এই পরিস্থিতিতে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার স্বচ্ছতা নিয়েই সন্দেহ প্রকাশ করা হয়েছে আদালতে।

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল WBJEE 2025 পরীক্ষা। তবে দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা যায়নি শুধুমাত্র ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে। যদিও কিছুদিন আগে WBJEE বোর্ড জানিয়েছিল, ৭ আগস্ট বিকাল ৩টের সময় ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী হাইকোর্টের নির্দেশে ফের জটিলতা তৈরি হয়েছে এবং ফলপ্রকাশ স্থগিত রাখা হয়েছে।

ফলে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার অন্ধকারে। কবে এই সমস্যার সমাধান হবে এবং ঠিক কবে ফল প্রকাশ সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।

WBJEE Result 2025 Links

🌐 Official WebsiteClick Here
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment