WB Health Recruitment 2025: রাজ্যের স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

WB Health Recruitment 2025: সম্প্রতি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আছে সুখবর। কারন রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নতুন কিছু কর্মী নিয়োগের জন্য। নিয়োগ করা হবে  প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট II এই পদের জন্য। আপনি বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাস করে ডিপ্লোমা করলেই আবেদনের জন্য উপযুক্ত। বেতনও বেশ ভালো পেয়ে যাবেন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর ঃ North Bengal Medical College, Government Of West Bengal

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু শুরু হয়েছে
আবেদন শেষ ২১/০৩/২০২৫

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

যারা আবেদন করতে চান, (WB Health Recruitment 2025) তাদের বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাস করে ডিপ্লোমা করলেই আবেদনের জন্য উপযুক্ত। তবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় আছে।

Read More: গ্রাজুয়েট পাশে আবেদন করুন, বিডিও অফিসে চাকরি

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে টেকনিক্যাল সাপোর্ট II পদেতে কর্মী নিয়োগ হবে।

How To Apply For WB Health Recruitment 2025?

এখানে আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে করতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন, যেটি এই প্রতিবেদনের শেষের দিকে পাবেন। তারপর আবেদনপত্রটি ভালো করে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করবেন। এই চাকরি পেলে বেতন পাবেন ২০,০০০ টাকা।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা– Department of Pathology, North Bengal Medical College and Hospital, Sushrutanagar, Darjeeling,  PIN-734012 

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্তারভিউ হবে-  উত্তরবঙ্গের মেডিকেল কলেজ, দার্জিলিং এর প্যাথলজি দপ্তরের প্রধানের কার্যালয়ে ২৮/০৩/২০২৫ তারিখ, সকাল ১১ টা ।

Official Notification : Click Here

About Author

Leave a Comment