WB Govt. Hostel Group- D Recruitment, 2025: সম্প্রতি রাজ্যের সরকারি হোস্টেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। তাই চাকরি প্রার্থীদের কাছে এটি ভালো সুযোগ।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: Office of the Prciect Officer cum District Welfare Officer, Paschim Bardhaman
গুরুত্বপূর্ণ তারিখ :
পরীক্ষার তারিখ – ২৬/০৪/২০২৫
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে হেল্পার (গ্রুপ- ডি) পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীদের পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে।
বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হলেই হবে।
Read More : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১৫,০০০ টাকা
How To Apply For WB Govt. Hostel Group- D Recruitment, 2025?
আবেদন করবেন অফলাইনের মাধ্যমে। কাঁসকা ব্লকের BDO অফিসে আবেদন জমা করতে হবে।
কি কি Document প্রয়োজন ?
১)শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
২)পাসপোর্ট সাইজ ছবি
৩)ঠিকানার প্রমাণপত্র
৪) আধার কার্ড
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে।