WB District Recruitment 2025: উত্তর ২৪ পরগণা জেলায় সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন পাবেন।

WB District Recruitment 2025: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়। এবার উত্তর ২৪ পরগনা জেলার জন্য সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীরা এখান থেকে যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম

সেন্টার অ্যাসিস্ট্যান্ট।

Read More:

Read More: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে মাধ্যমিক পাশ যোগ্যতায় অ্যাপ্রেন্টিস নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা

  1. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা
  2. কম্পিউটার সায়েন্স / ম্যাথমেটিক্স / অপারেশনাল রিসার্চ / স্ট্যাটিসটিক্স / ইকোনমিক্স / জিওগ্রাফি / জিওলজি বিষয়ে স্নাতক ডিগ্রি, অথবা
  3. স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তিন বছরের BCA বা DOEACC ‘A’ লেভেল কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে, যার মধ্যে থাকতে হবে- অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও ডিবিএমএস ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ, ইমপ্লিমেন্টেশন সাপোর্ট

অতিরিক্ত যোগ্যতা

  1. জিআইএস ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা
  2. সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা
  3. ArcGIS, QGIS ইত্যাদি জিআইএস সফটওয়্যারে দক্ষতা

বয়সসীমা (WB District Recruitment 2025)

০১.০১.২০২৫ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।

বেতন

WB District Recruitment 2025 নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০,০০০/- টাকা।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে শুধুমাত্র জন্ম সনদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য।
  2. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স আবশ্যিক।
  3. নির্বাচিত প্রার্থীদের নাম প্রথম তালিকা হিসেবে প্রকাশ হবে ১৬.০৮.২০২৫ তারিখে, জেলা পরিকল্পনা শাখা ও জেলা ওয়েবসাইটে।
  4. কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ হবে ২৭.০৮.২০২৫ তারিখ সকাল ১১টা থেকে, নির্দিষ্ট ঠিকানায়।
  5. মোট নম্বর থাকবে ৩৫: কম্পিউটার টেস্ট (GIS ম্যাপিং) – ২০ নম্বর ও ইন্টারভিউ – ১৫ নম্বর
  6. চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশিত হবে ০৪.০৯.২০২৫ তারিখে।

How To Apply For WB District Recruitment 2025?

  1. আবেদনপত্র জেলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবেন অথবা
  2. জেলা পরিকল্পনা বিভাগের অফিস (কক্ষ নং ৫১৯, ৪র্থ তলা, জেলা প্রশাসনিক ভবন, বারাসত) থেকে সংগ্রহ করতে পারবেন।
  3. পূরণ করা আবেদনপত্র ও প্রাসঙ্গিক নথিপত্র নির্ধারিত ড্রপবক্সে জমা দিতে হবে ১১.০৮.২০২৫ তারিখ, বিকেল ৫টার মধ্যে।
  4. ডাকপাঠ, ইমেল বা অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

WB District Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment