WB Asha Karmi Recruitment 2025: রাজ্যের নদীয়া জেলায় বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

WB Asha Karmi Recruitment 2025: নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেওয়া হয়েছে। এবার মাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি ‘আশা কর্মী’ পদে চাকরি পাওয়ার দরজা খুলে গেল। ১৮ জুলাই, ২০২৫ তারিখে নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ বিষয় হল, এই নিয়োগে প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। যোগ্য প্রার্থীদের সরাসরি বাছাই করা হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে।

চাকরি, যোগ্যতা ও আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো-

পদের নামআশা কর্মী
কাজের ধরনচুক্তিভিত্তিক

Read More: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্র্যাজুয়েশন পাশে চাকরির সুযোগ! প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

WB Asha Karmi Recruitment 2025 এই পদে আগ্রহী আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

  1. আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  2. সংশ্লিষ্ট গ্রাম বা নির্বাচনী কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. বিবাহিত, বিধবা অথবা আইনতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন।

বয়স সীমা (WB Asha Karmi Recruitment 2025)

প্রার্থীদের বয়স ১৮/০৭/২০২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নিয়োগ পদ্ধতি

নদীয়া জেলার হাঁসখালি উন্নয়ন সমষ্টি দপ্তরের অধীনে এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের নাম মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এই পদে নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না।

How To Apply For WB Asha Karmi Recruitment 2025?

  1. আবেদন সম্পূর্ণরূপে অফলাইনে করতে হবে।
  2. নিচের লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
  3. সকল প্রয়োজনীয় নথিপত্রসহ একটি মুখবন্ধ খামে করে আবেদনটি হাঁসখালি উন্নয়ন সমষ্টি দপ্তর, নদীয়া অফিসে সরাসরি জমা দিতে হবে।
  4. আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট, ২০২৫

গুরুত্বপূর্ণ: ডাকযোগ বা ই-মেল মারফত পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর ভোটার কার্ড/রেশন কার্ড (জেরক্স)
  2. ২০২৫ সালের ভোটার তালিকায় নিজের ও স্বামীর নামের পাতার কপি
  3. মাধ্যমিক মার্কশিট ও অ্যাডমিট কার্ডের জেরক্স
  4. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
  5. দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  6. নিজের ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিটসহ খাম
  7. বিবাহ সংক্রান্ত প্রমাণপত্র

WB Asha Karmi Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment