WB ASHA Karmi Recruitment 2025 :মাধ্যমিক পাশে জেলায় প্রচুর আশা কর্মী নিয়োগ চলছে, এখনই আবেদন করুন !

West Bengal ASHA Karmi Recruitment 2025 – ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে আবার আশা কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। এই নিয়োগ পশ্চিমবঙ্গের ৩১ টি ব্লক এ শুরু হয়ে গেল তার জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গেল। এবার দেখা যাক এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে করা আছে কিভাবে এপ্লিকেশন করা হবে এবং কোথায় এই নিয়োগ হবে।

Name of the postApplication Start
ASHA KARMI25.06.2025
Name of the postLast Date of Application
ASHA KARMI09.07.2025

WB ASHA Karmi Recruitment 2025

Name of the Post – Asha Karmi

Age Limit (বয়স সীমা) – সকল প্রার্থীদের বয়স ৩০ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে। এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ২২ থেকে ৪০ এর মধ্যে বয়স হতে হবে।

Educational Qualification for Asha Karmi Recruitment 2025

কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা আইন বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন অবিবাহিত মহিলা আবেদন করতে পারবেন না।

আবেদনকারী কে অবশ্যই ওই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা হতে হবে। পার থেকে তার স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র দিতে হবে।

Read More :- Puri Rath Yatra : পুরী রথযাত্রা ভক্তি, ইতিহাস ও মাহাত্ম্য জানেন কি ?

Recruitment Process of Asha Karmi Recruitment

Document Require for WB Asha Karmi Recruitment 2025

  1. Madhyamik /equivalent admit card.
  2. Madhyamik /equivalent Marksheet.
  3. Aadhar card
  4. voter card.
  5. residential certificate.
  6. caste certificate.
  7. any other document.

Application process for WB Asha Karmi recruitment 2025

আপনারা করতে পারবেন অফলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করে। ডাউনলোড লিংক থেকে ফরম ডাউনলোড করা যাবে এবং সেটি ফিলাপ করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানাতে নিজে গিয়ে জমা দিতে পারেন। আবেদন পত্রটি প্রিন্ট আউট করে ভালো করে ফরম ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে জমা দিয়ে আপনার এলাকার নির্দিষ্ট বিডিও অফিসে ফরম জমা করতে হবে। ফিলাপ করা ফরমটি আগামী ৯ই জুলাই ২০২৫ বেলা পাঁচটার মধ্যে জমা দিতে হবে। এই ফর্মটি কোনভাবে ডাক মারফত বা হিমেল মারফত জমা দেওয়া যাবে না।

WB Asha Karmi recruitment 2025 পূরণ করা ফরমটি ফিলাপ করে জমা দেওয়ার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন এবং বিজ্ঞপ্তিতে যা যা ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা আছে সেটা জমা দেবেন। এপ্লিকেশন করার জন্য নিচের লিংক দুটিতে ক্লিক করে ডাউনলোড করুন এবং সেটা যথাযথভাবে পড়ে হোম প্রিন্ট আউট করে জমা দেবেন যাতে কোন রূপ ভুল না থাকে।

Notice downloadDownload Pdf
WebsiteClick Here

About Author

Leave a Comment