Visva Bharati Recruitment 2025 : সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গেস্ট লেকচারার পদেতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন এই বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের পক্ষ থেকে গেস্ট লেকচারার পদেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | ২৭/২/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের জন্য একজন গেস্ট টিচার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
আবেদনের জন্য প্রার্থীদের যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যা বিষয়ে ৫৫ % নম্বরের সাথে পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে। এর পাশাপাশী NET পাস করা থাকলে ভালো।
Read More : কোঅপারেটিভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ, গ্রাজুয়েট পাশে আবেদন করুন
How To Apply For Visva Bharati Recruitment 2025?
আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।
কি কি Document লাগবে ?
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
২)Net এর রেজাল্ট
৩)পাসপোর্ট সাইজ ছবি
৪) একটি বায়োডাটা
বেতন কেমন পাবেন ?
প্রতিটা লেকচারের জন্য ১৫০০ টাকা হিসাবে মাসিক সর্বচ্চ ৫০০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
নিয়োগ পদ্ধতি কি ?
যথাযথ পদ্ধতি অনুসরন করে নিয়োগ হবে।