Uttar Dinajpur Court Recruitment,2025: উত্তর দিনাজপুর জেলা আদালতে মাধ্যমিক পাশে নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন

Uttar Dinajpur Court Recruitment,2025: উত্তর দিনাজপুর জেলা আদালতের পক্ষ থেকে বেশ কিছু পদেতে স্টেনোগ্রাফার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার টাইপিং স্পিড ভালো থাকতে হবে, স্টেনোগ্রাফি জানা চাই। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। বেতন বেশ ভালো।

এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগকারি দপ্তর: Uttar Dinajpur District Court

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ১১/০১/২০২৫
আবেদন শেষ ২২/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ

Post NameVacancy
English Stenographer03

Read More : উচ্চমাধ্যমিক পাশে হাইকোর্টে নিয়োগ, বেতন ৭০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

আবেদনকারীদের যেসব যোগ্যতা প্রয়োজন –

১) মাধ্যমিক পাশ হতে হবে।

২) Computer Training Certificate

৩) Shorthand Speed 80 words per Minute

৪) Typing Speed 40 words per minute

আবেদনকারীর বয়স হতে হবে ১/১/২০২৫ অনুসারে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। SC/ST/OBC/PWD প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

How To Apply For Uttar Dinajpur Court Recruitment,2025?

Online এ নির্দিষ্ট Website এ আবেদন করবেন। সব Document Upload করতে হবে, ফর্ম ফিলাপের পর ফি জমা করবেন, আবেদন হয়ে যাবে।

আবেদনের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

বেতন কাঠামো কেমন হবে?

যারা নিয়োগ পাবেন তাদের বেতন ৩০,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

নিয়োগ পদ্ধতি কী হয়?

এই নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে হবে।

  1. Screening Test
  2. Dictation And transcription
  3. Typing Test
  4. Personality Test & Computer Proficiency Test

Important Link

WebsiteClick Here
Official Notification Download Here

About Author

Leave a Comment