Union Bank Of India Apprentice Recruitment 2025 : সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্দিয়ার তরফ থেকে বেশ কিছু পদেতে Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাসিক বেতন হিসাবে পাবেন ১৫ হাজার টাকা। আপনি গ্রাজুয়েশন পাস করলেই আবেদন করতে পারবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর :Union Bank Of India
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | 19/2/2025 |
আবেদন শেষ | 5/3/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Apprentice | 2691 |
Read More : এনটিপিসিতে নতুন কর্মী নিয়োগ, শূন্যপদ প্রচুর, কারা আবেদন করবেন দেখে নিন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
Post Name | Educational Qualification |
Apprentice | Graduation |
আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থকে ২৮ বছরের মধ্যে।
How To Apply For Union Bank Of India Apprentice Recruitment 2025 ?
আবেদন করতে হবে নির্দিষ্ট Website এ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার লিঙ্ক আছে।
আবেদনের জন্য ফি কত ?
General / OBC | 800/- |
SC / ST/All Females | 600/- |
PWD | 400/- |
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হয় কয়েকটি ধাপে –
১)Online Written Test
২)Local Language Proficiency Test
৩) Medical Examination
Important Links
Apply Online | Click Here |