UIDAI Recruitment, 2025: Unique Identification Authority Of India র (UIDAI) পক্ষ থেকে Section Officer পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাসিত হয়েছে। বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন । এই নিয়োগ হবে ৫ বছরের জন্য কন্ট্রাক্ট হিসাবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করবেন।
এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগকারি দপ্তর: Unique Identification Authority Of India (UIDAI)
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | ১৫/০৩/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
Post Name | Vacancy |
Section Officer | 01 |
Read More: উত্তর দিনাজপুর জেলা আদালতে মাধ্যমিক পাশে নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
আবেদনকারীদের যে যোগ্যতা প্রয়োজন –
আপনাকে কোণ Government/ Public Sector undertaking regular post এ Administrative level এ কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আপনার বয়স সর্বাধিক ৫৬ বছরের মধ্যে হতে হবে।
How To Apply For UIDAI Recruitment, 2025 ?
আবেদনকারীকে নির্দিষ্ট Website থেকে ফর্ম Download করে পূরণ করে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিচের ঠিকানায় send করে দিন ।
Address – Director (HR), Unique Identification Authority of India (UIDAI),
Regional Office, Ground Floor, Supreme
Court Metro Station,
Pragati Maidan, New Delhi-110001
বেতন কাঠামো কেমন হবে?
যারা নিয়োগ পাবেন তাদের বেতন ৪০,০০০ টাকা থেকে শুরু।
কোথায় Posting হবে?
এখানে চাকরি পেলে আপনার পোস্টিং হবে Unique Identification Authority Of India (UIDAI) র Regional Office দিল্লিতে।
Important Link
Official Notification : Click Here