Tesla Showroom in Mumbai : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ভারতে টেসলার (Tesla) গাড়ি বিক্রি অবশেষে বাস্তব রূপ নিয়েছে। ভারতবর্ষের প্রাণকেন্দ্র মুম্বাই শহরে প্রথম ফ্রাইঞ্চাইজি শোরুম চালু হলো। ইলন মাস্কের (Elon Mask) তৈরি এই গাড়ি কোম্পানিটি মূলত ইলেকট্রিক বিকেল বা বৈদ্যুতিক গাড়ি (EV) তৈরি করে। বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার কোন জুড়ি নেই এবং কোন প্রতিদ্বন্দ্বী নেই। ভারতের গাড়ি বাজারের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব মুম্বাইয়ে টেসলার ফ্র্যাঞ্চাইজি খোলার কারণ এবং নতুন পরিবহন ব্যবস্থার পরিবর্তন সম্বন্ধে।
২০০৩ সালে টেসলা ইন কর্পোরেটেড (Tesla Incorporate Limited) কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিটি মূলত ইলেকট্রিক ভেহিকেল (EV) তৈরি করে। খুব কম দিনের মধ্যে কোম্পানিটি পৃথিবীর বুকে একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়। ২০২১ সালে টেসলা (Tesla) ভারত সরকারের সাথে বৈঠক করে যাতে তাদের গাড়ি ভারতে বিক্রি শুরু হয় এবং এই গাড়িকে প্রমোট করার জন্য সাবসিটি এবং নিয়ম-নীতি বিষয়ে আলোচনা হয়।
Tesla Showroom in Mumbai বেছে নেওয়ার কারণ
মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (BKC) ভারতবর্ষের প্রথম ফ্রাঞ্চাইজি খোলা হলো টেসলার। এই ফ্রাঞ্চাইজিতে যে সকল সুবিধা গুলো থাকবে আলোচনা করা হলো
এক্সপেরিয়েন্স সেন্টার – এখানে গ্রাহকরা টেসলার তিনটি মডেল দেখতে পারবে।
টেস্ট ড্রাইভ – যেসব ক্রেতারা এই গাড়িটি কিনতে চান তারা টেস্ট ড্রাইভ করে নিতে পারবেন।
চার্জিং স্টেশন – শোরুমে থাকবে সুপার চার্জ স্টেশন যার ফলে গ্রাহকরা কম সময়ে চার্জ করতে পারবেন।
সার্ভিসিং সাপোর্ট – এখানে টিভি ব্যবহারকারীরা কোম্পানির তরফ থেকে পরামর্শ পাবেন এবং সার্ভিসিং পাবেন।
মুম্বাই শহরকে টেসলার প্রথম শোরুম হিসাবে ঠিক করা হয়েছে কারণ এটি ভারতবর্ষের অর্থনৈতিক ও রাজধানী। ভারতবর্ষের সবথেকে উচ্চ আয়ের ব্যক্তিরা এখানে বসবাস করেন ফলে তাদের এই প্রেমিয়াম সেগমেন্টের গাড়ি ক্রয় করার ক্ষমতা আছে।

Tesla Showroom in Mumbai Model গুলি
Tesla মূলত Model 3 ও Model Y দিয়ে ভারতে ব্যবসা শুরু করছে। এই মডেল গুলি মূলত উচু আয় লোকজনের আছে জনপ্রিয় হতে পারে। টেসলার Model গুলি পরিবেশবান্ধব হওয়ার জন্য পরিবেশ দূষণ বাড়াবে না এবং গাড়িগুলি অনেক বেশি আধুনিক এবং লাঞ্চারী সেগমেন্টের। এখন আমরা দেখে নেই মডেলের বিবরন।
Model | Range | Speed | Price |
Model 3 | 500 KM | 5 Sec. | 45-50 lakh |
Model Y | 530 KM | 4.8 Sec | 50-55 Lakh |
Read More :- Dowhill Kurseong : The Death Road – কার্শিয়াং ডাউ হিল এর ভুতুড়ে গল্প !
EV মার্কেটে টেসলার প্রভাব
টেসলার EV মার্কেটের প্রবেশের ফলে ভারতবর্ষের গাড়ি কোম্পানি গুলোর কম্পিটিশন অনেক বেড়ে যাবে যার ফলে ক্রেতারা অনেক সুযোগ-সুবিধা পাবে।
১. বর্তমানে ভারতে মার্কেটে TATA, Mahindra এবং hyundai গাড়ি বিক্রি করে বর্তমানে টেসলা ইন্ডিয়ান মার্কেটে প্রবেশের ফলে কম্পিটিশন অনেক বেশি হবে ভারতীয় গাড়ি কম্পানি দলের ক্ষেত্রে।
- টেসলার গাড়ি অনেক উন্নত প্রযুক্তির অটো পাইলট মোড, আপডেটেড সফটওয়্যার এবং ব্যাটারির প্রযুক্তি পৃথিবীর সমস্ত কোম্পানি থেকে ভালো। যার ফলে ইন্ডিয়ান কোম্পানি গুলোকে আরো আপডেট হতে হবে না হলে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়বে।
- চাকরিও নিয়োগের বাজারে অনেক ইনভেস্টমেন্ট হবে এবং সংখ্যা বাড়বে।
- পরিবেশবান্ধব গাড়ি হওয়ার জন্য পরিবেশের সুরক্ষা হবে।
- টেসলা যদি ভারতবর্ষে শুরু করে তবে ইনভেস্টমেন্ট বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে।
টেসলার মুম্বাই ফাঞ্চাইজি খোলার কারণে ভারতের গাড়ি শিল্পের জন্য কেউ ঐতিহাসিক পদক্ষেপ। এই ফ্রাঞ্চাইজি চালু হওয়ার ফলে গাড়ি শিল্পের উদ্যোগ নয় বরং পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এক ধাপ এগিয়ে যাও য়া।টেসলার সাফল্য টেসলার সাফল্য ভারতবর্ষকে জি এনার্জি এবং পরিবহনের দিক থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হবে বিশ্বের দরবারে।