Tata Institute of Social Sciences (TISS) Recruitment 2025: সম্প্রতি Tata Institute of Social Sciences (TISS) র পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন পদেতে যেমন- Field Coordinator, Data Entry Operator/Analyst ইত্যাদি। চাকরি পেলে বেতনও ভালো আছে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: Tata Institute of Social Sciences (TISS)
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ২৪/৩/২০২৫ |
আবেদন শেষ | ৭/৪/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে নিয়োগ করা হবে বিভিন্ন পদেতে যেমন –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Field Investigators/Interns | 50 |
Civil Overseer Officers | 10 |
Data Entry Operator/Analyst | 5 |
Field Coordinator | 1 |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
আবেদন (Tata Institute of Social Sciences (TISS) Recruitment 2025) করার যোগ্যতা বিভিন্ন পদ অনুসারে বিভিন্ন। যেমন – Field Coordinator পদের জন্য যে কোণ শাখায় গ্রাজুয়েট, Data Entry Operator/Analyst পদের জন্য বিজ্ঞান নিয়ে স্নাতক ইত্যাদি। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ দেখে নিন।
Read More : ভারতীয় রেলে ১০ হাজার নিয়োগ, গ্রাজুয়েট পাশেও করা যাবে আবেদন
How To Apply For Tata Institute of Social Sciences (TISS) Recruitment 2025?
আবেদন করবেন নিজের CV সেন্ড করে recruitment.cecsr@tiss.ac.in এই ঠিকানায়, তার সাথে কোন পদের জন্য আবেদন করছেন সেটা উল্লেখ করতে হবে।
বেতন কেমন পাবেন?
চাকরি পেলে বেতন হিসাবে ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
নিয়োগ পদ্ধতি কি ?
আপনার CV যদি shortlisted হয়, তাহলে তারা আপনার সাথে contact করবে, তারপর হবে অনলাইন ইন্টারভিউ।