TaTa Communications Recruitment 2025: ফ্রেশারদের ইন্টার্নশিপ করার সুযোগ, উচ্চমাধ্যমিক পাশে করা যাবে আবেদন

TaTa Communications Recruitment 2025: আপনি কি TATA Company তে জব করতে চান? তাহলে আপনার জন্য আছে দারুন সুযোগ। আপনারা TATA Communications এ নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন। এখানে সারা ভারতের যেকোণ রাজ্য থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি ভারতের অন্যতম বড়ো একটি Telecommunications কোম্পানি।

কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আপনাদের সুযোগ সুবিধা কি কি পাবেন, কি কাজ করতে হবে এবং যোগ্যতা কি প্রয়োজন – এইসব কিছু জানতে এই প্রতিবেদনের সবটা পড়তে হবে।

TATA COMMUNICATIONS LIMITED সম্পর্কিত তথ্য :

এটি (TaTa Communications Recruitment 2025) ভারতের একটি Telecommunication কোম্পানি। প্রথমে সরকার দ্বারা পরিচালিত হলেও ২০০২ সালে TATA Group কে বিক্রি করা হয়। শুধু ভারতই নয় , Global digital infrastructure সার্ভিস প্রদানে এই কোম্পানির বিশেষ অবদান আছে।

নিয়োগকারী দপ্তর : Tata Communications

পদের নাম : Customer Service Representative

Read More : আইটিআই পাশে আবেদন করুন, বেতন প্রতি মাসে প্রায় ২৩ হাজার টাকা

আবেদনের যোগ্যতা কি প্রয়োজন ?

আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস বা গ্রাজুয়েট পাস করা হলেই হবে। যদি কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে ,তাহলে ভালো। কিন্তু পূর্ব অভিজ্ঞ্যতা না থাকলেও আবেদন করা যাবে। তবে আপনাদেরকে English ও হিন্দিতে কথা বলতে জানতে হবে।

আবেদনের বয়স কি কত ?

এখানে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

কি কাজ করবেন ?

এই কাজটি হল Customer Care Executives এর। আপনাদের কাস্টমারদের সমস্ত সমস্ত Problem solve করতে হবে, তাদের সব রকমের জিজ্ঞাসার উত্তর দিতে হবে। এই কাজটি যথেষ্ট দায়িত্ব নিয়ে করতে হবে।

বেতন কেমন পাবেন ?

আপনি আপনার যোগ্যতা অনুসারে বেতন পাবেন। কাজের উপর নির্ভর করে। তবে বার্ষিক ২.৫ লাখ থেকে ৩ লাখ পর্যন্ত বেতন পেতে পারেন।

How To Apply For TaTa Communications Recruitment 2025?

আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক আছে। চাকরি পেলে ভারতের যেকোনো শহরে কাজ হতে পারে।

Company Website : Click Here

Apply Link: Click Here

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment