Syama Prasad Mookerjee Port Recruitment 2025: সম্প্রতি রাজ্যের বন্দরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোণ রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরি পেতে পারেন। বেতনও বেশ ভালো আছেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: Syama Prasad Mookerjee Port
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | ২৬/০৪/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে (Syama Prasad Mookerjee Port Recruitment 2025) নিয়োগ করা হবে সহকারী সুপ্রিটেনডেন্ট পদেতে।
মোট শূন্য পদের সংখ্যা ৫ টি।
Read More : IBPS এর মাধ্যমে অফিসার পদে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর এর সহকারী সুপ্রিটেনডেন্ট পদেতে আবেদনের জন্য যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
আবেদনের সর্বচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।
How To Apply For Syama Prasad Mookerjee Port Recruitment 2025?
আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সেন্ড করার ঠিকানা- সিনিয়ার ডেপুটি সেক্রেটারি – ||, শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা, ১৫ ষ্ট্যান্ড রোড, কলকাতা – ৭০০০১
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।