State Bank Paid Internship 2025: বর্তমানে যারা গ্রাজুয়েট পাস করেছেন বা পাস করে কয়েক বছর বসে আছেন, তাদের জন্য SBI নিয়ে এসেছে এক দারুন ইন্টার্নশিপ করার সুযোগ। এই ইন্টার্নশিপ করার সুযোগ পেলে আপনি ভবিষ্যতে ব্যাঙ্কে ভালো পদে জয়েন হতে পারবেন। এছাড়া এখানে অনেক সুবিধাও পেয়ে যাবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: State Bank Of India
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন (State Bank Paid Internship 2025) করা শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে আবেদন করে দিন।
Read More : কোলকাতার ESIC তে কর্মী নিয়োগ, জেনে নিন কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
আপনি যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। এখানে SBI Youth for India Fellowship এর অধীনে কাজ করতে পারবেন এবং শেষে Certificate ও পেয়ে যাবেন।
বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে SBI র অধিনে Youth For India র তরফ থেকে ইন্টার্নশিপ করার জন্য আবেদন নেওয়া হচ্ছে।
How To Apply For State Bank Paid Internship 2025?
আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে। আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের শেষের দিকে পেয়ে যাবেন। প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে ।
নিয়োগ পদ্ধতি কি ?
এই প্রোগ্রামে যোগ দিতে পারবেন কি না তা ঠিক হবে ইন্টারভিউর মাধ্যমে।