SCI Junior Court Assistant Recruitment, 2024: সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

SCI Junior Court Assistant Recruitment, 2024: ভারতের সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ছেলে মেয়ে নিয়োগ করা হবে। যে কোনো শাখার graduate পাশ করা প্রার্থীরা এই আবেদন করতে পারবে। Computer র জ্ঞান থাকা চাই। বিজ্ঞপ্তি আসলে আর জানা যাবে।

এই চাকরিটির জন্য কি কি যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি , এইসব বিষয়ে আলোচনা করা হোল। যে সমস্ত প্রার্থীরা কোর্টে চাকরি করতে ইচ্ছুক , তাদের অবশ্যই এই প্রতিবেদন পড়ার অনুরোধ রইল।

নিয়োগকারী সংস্থা ঃ Supreme Court Of India

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post Names Vacancy
Junior Assistant241

Salary Of SCI Junior Court Assistant

সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের মাইনে খুবই ভাল। মূল মাইনে ৩৫,৪০০ টাকা। সবকিছু মিলিয়ে মাইনে প্রায় ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

যে কোনো শাখার graduate পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারে। তাদের Computer র জ্ঞান থাকা চাই। এছাড়া computer এ typing এ মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকা চাই।

চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে যারা sc, st, obc প্রার্থী তারা সরকারি নিয়ম অনুযায়ই বয়সের ছাড় পেয়ে যাবেন এবং তাদের জন্য সংরক্ষিত শূন্যপদ রয়েছে।

Read More: রাজ্যে আবার প্রচুর ক্লার্ক নিয়োগ,বিজ্ঞপ্তি শীঘ্রই

পরীক্ষা পদ্ধতি

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে। এখানে ১২৫টি objective multiple choice টাইপের প্রশ্ন হবে-English, Math, G.K, ও computer নলেজ টেস্ট। এখানে সময় থাকে ২ hours. এখানে সফল হলে computer এ typing এ মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতিতে typing test হবে।সফল হলে তারপর English বিষয়ের উপর descriptive type র test নেওয়া হবে। এখানে comprehension passage, essay লিখতে হবে। এখানে সময় থাকবে ২ hours. একদিনেই objective পরীক্ষা ও computer test হবে। এখানে qualifying নম্বর পেলে interview র জন্য ডাকা হবে। এরপর তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট।

How To Apply For SCI Junior Court Assistant Recruitment,2024

এই পদের জন্য দরখাস্ত করতে হবে অনলাইন মোডে। তার জন্য email id, শিক্ষাগত যোগ্যতার প্রমান ,পাসপোর্ট ছবি সব রেডি রাখতে হবে।

আবেদন করতে কত ফি লাগবে

আবেদন করার জন্য পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা লাগবে, তবে যারা sc,st, মহিলা ও ওবিসি আছেন তাদের ক্ষেত্রে ২৫০ টাকা ফি অনলাইন এ জমা করতে হবে।

Important Link

Notification Download Here
WebsiteClick Here

About Author

Leave a Comment