RRB Group D Recruitment, 2025 : আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে চান? তাহলে আগামী বছর আপনার জন্য আছে খুশির খবর। ২০২৫ সালে RRB Group D Recruitment র মাধ্যমে প্রায় ৩২,৪৩৮ পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এছাড়া আইটিআই পাশ করা হলেও আবেদনের যোগ্য।
আবেদন কবে থেকে শুরু হবে? বয়স সীমা কত লাগবে? কি কি যোগ্যতা লাগবে? পরীক্ষা পদ্ধতি কি থাকবে ? এই সমস্ত বিষয় সবিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্ত খুঁটিনাটি জানতে সবটা পড়ুন।
Important Dates :
মূল বিজ্ঞপ্তি বের হবে আগামী বছরের জানুয়ারি মাসে। তখন আবেদনের শুরু ও আবেদন করার শেষ তারিখ সম্পর্কে বলা থাকবে।
নিয়োগকারি দপ্তর ঃ Railway Recruitment Board
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
ভারতীয় রেলে প্রায় লক্ষাধিক ছেলেমেয়ে দরখাস্ত জমা দেয়। তবে এবারে শূন্য পদও থাকবে বিপুল ।তবে কোন রেলে কত শূন্যপদ থাকবে তা মূল বিজ্ঞপ্তিতে বলা থাকবে।
Post Name | Vacancy |
Group D | 32,438 |
তবে জানা যাচ্ছে শেষ পর্যন্ত vacancy আরও বাড়ার বিপুল সম্ভবনা আছে।
বেতন কত হবে ?
মূল মাইনে ১৮,০০০ টাকা । তবে বিভিন্ন post অনুসারে মাসিক মাইনে প্রায় ২৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন। N.C.V.T বা S.T.V.T র স্বীকৃত institution থেকে যে কোন ট্রেডে আইটিআই কোর্স পাশ হলেও আবেদন করতে পারবেন।এবছর যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়াছেন তারাও আবেদন করতে পারবেন।
সমস্ত পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১/৭/২০২৫ অনুসারে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।sc, st, obc রা সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে ৫ বছর, ও ৩ বছর বয়সের ছাড় পাবে।
Read More :SBI তে প্রচুর কর্মী নিয়োগ , তাড়াতাড়ি আবেদন করুন
How To Apply For RRB Group D Recruitment, 2025
দরখাস্ত করতে করতে হবে অনলাইনে। যারা যে railway recruitment সেলে আবেদন করতে চান ,সেই recruitment সেলের website এ দরখাস্ত করতে হবে।
কি কি Document লাগবে
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২)কাস্ট certificate
৩) কালার ছবি
৪) ইমেল আই ডি
পরিক্ষার ফি কত
পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা অনলাইন বা অফলাইনে জমা করতে হবে। তবে sc, st , মহিলা, এক্স সার্ভিস ম্যান, ewd প্রার্থীদের বেলায় ২৫০ টাকা লাগবে।তবে প্রথম পর্যায়ের পরীক্ষা দিলে সাধারন প্রার্থীরা ৪০০ টাকা ও বাকিরা ২৫০ টাকা ফেরত পাবেন।
Selection Process
প্রার্থী বাছাই র জন্য computer based test, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও document verification হবে।
Important Links
Short Notification | Download Here |
Website For Kolkata Zone | Click Here |