RITES ENGINEER RECRUITMENT,2025: রেলের অধীন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, মাইনে ২০,০০০ টাকা

RITES ENGINEER RECRUITMENT,2025 ঃ দেশের ইঞ্জিনিয়ার চাকরিপপ্রার্থীদের জন্য সুখবর । রেলের অধিনস্ত সংস্থা Rail India Technical And Economic Service (RITES)র পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার পদের চাকরি যারা করতে চান তাদের জন্য খুশির খবর।সিভিল , ইলেকট্রিক্যাল ,মেকানিক্যাল পাশ করা ছেলে মেয়েরা এইখানে আবেদন করতে পারবে।

এখানে RITES ENGINEER RECRUITMENT,2025 (RITES) আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু২০/১২/২০২৪
আবেদন শেষ ০৯/০১/২০২৫

নিয়োগকারি দপ্তরঃ RITES LIMITED, A Govt. Of India Enterprise

পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ

POST NAMESVACANCY
Assistant Manager (CIVIL)09
Assistant Manager (S&T)04
Assistant Manager ( ELECTRICAL)02

বেতন কত হবে ?

চাকরিপ্রাপকদের মাসিক মাইনে ন্যূনতম ১৯,৫০৮ টাকা থেকে ২৩,৩৪০ টাকা পর্যন্ত হতে পারে। তা ঠিক হবে কাজের অভিজ্ঞতার উপর।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত?

এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যতা দরকার হবে।

  1. Assistant Manager (CIVIL) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ার পাশ হতে হবে।
  2. Assistant Manager (S&T) -এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ডিগ্রি থাকা চাই।
  3. Assistant Manager ( ELECTRICAL) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পাশ ডিগ্রি থাকতে চাই।

আবেদনকারীদের বয়স ০৯/০১/২০২৫ অনুসারে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Read More : নাবার্ড এর ১ লক্ষ টাকার চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন

How To Apply For RITES ENGINEER RECRUITMENT,2025 ?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে নির্দিষ্ট website থেকে । আবেদন করার জন্য নিজের সব তথ্য দিয়া সঠিক ভাবে পূরণ করে জমা করতে হবে। সবশেষে জমা করতে হবে আবেদন ফি।

কি কি Document লাগবে ?

১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

২)কাস্ট certificate

৩) কালার ছবি

৪) ইমেল আই ডি

পরিক্ষার ফি কত ?

যারা General /OBC তাদের জন্য আবেদন ফি ৬০০ টাকা এবং SC/ST/EWS/PWD প্রার্থীদের জন্য আবেদন ফি হোল ৩০০ টাকা।

Selection Process কি ?

আবেদনকারীদের দুটি ধাপে selection হবে। লিখিত পরীক্ষা ও Interview. লিখিত পরীক্ষাতে থাকবে ১২৫ টি objective প্রশ্ন। লিখিত পরীক্ষাতে পাশ করলে ডাক পাবে Interview র জন্য।

Important Links

Official NotificationDownload Here
WebsiteClick Here

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment