Railway New Recruitment 2025: ভারতীয় রেলে ১০ হাজার নিয়োগ, গ্রাজুয়েট পাশেও করা যাবে আবেদন

Railway New Recruitment 2025: সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ALP বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য। শূন্যপদের সংখ্যা প্রায় ১০ হাজারের মতো। আপনি গ্রাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবেন। তাই যারা রেলে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি খুব ভালো সুযোগ।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর: MINISTRY OF RAILWAYS, GOVERNMENT OF INDIA

গুরুত্বপূর্ণ তারিখ :

এটি একটি Short Notification প্রকাশিত হয়েছে, খুব শীঘ্রই এর পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

এখানে (Railway New Recruitment 2025) আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোণ বিষয়ে গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা অথবা আইটিআই পাস করা থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

Read More :  সরকারি ইঞ্জিনিয়ারিং দপ্তরে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য। শূন্য পদের সংখ্যা ৯৯৭০ টি।

How To Apply For Railway New Recruitment 2025 ?

আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। পূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হলে এই আবেদন করা যাবে। আবেদনের ফি ৫০০ টাকা, SC/ST/ মহিলাদের জন্য ২৫০ টাকা ।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, Document Verification র মাধ্যমে।

Official Notification : Click Here

About Author

Leave a Comment