Railway Apprentice Recruitment 2025: ভারতীয় রেলে apprentice নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন

Railway Apprentice Recruitment 2025: সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদেতে Apprentice নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যাও অনেক আছে। যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর: South East Central Railway

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু শুরু হয়েছে
আবেদন শেষ  ০৪/০৫/২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

 পদের নামশূন্যপদের সংখ্যা
Trade Apprentice ১০০৭

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

এই (Railway Apprentice Recruitment 2025) নিয়োগটি South East রেলের তরফ থেকে নেওয়া হবে। আপনাদের যোগ্যতা অনুসারে Trade পছন্দ করে নেবেন। আবেদনের জন্য মাধ্যমিক পাস ও  ITI সার্টিফিকেট থাকা চাই।

বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তাহলে আবেদন জানাতে পারবেন।

Read More : লোকো পাইলট পদেতে ফর্ম ফিলাপ শুরু, জেনে নিন কিভাবে আবেদন করবেন

How To Apply For Railway Apprentice Recruitment 2025?

আবেদনের জন্য Official Website এ প্রথমে Registration করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন। বিস্তারিত জানতে Official Notification দেখে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগের জন্য কোণ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। আপনাদের প্রাপ্ত নম্বর অনুসারে মেধা তালিকা প্রকাশ পাবে।

Official Notification : Click Here

About Author

Leave a Comment