Railway Apprentice Recruitment 2025: সম্প্রতি দক্ষিন পূর্ব – মধ্য রেলের Raipur ডিভিশন Apprentice হিসাবে বেশ কিছু লোক নিয়োগ করতে চলেছে। লোক নেওয়া হবে বিভিন্ন ফিল্ডে- যেমন Fitter, Welder, Turner, Electrician, Stenographer ইত্যাদি। আবেদনের জন্য মাধ্যমিক পাস ও ITI পাসের Certificate থাকতে হবে।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর ঃIndian Railway
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন শেষ | ২/৪/২০২৫ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?
এখানে (Railway Apprentice Recruitment 2025) আবেদনের জন্য মাধ্যমিক পাস এবং ITI পাস করে থাকতে হবে।
বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে ।
Read More : মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ, বেতন মাসিক প্রায় ২৫,০০০ টাকা থেকে শুরু
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Apprentice | 1003 |
How To Apply For Railway Apprentice Recruitment 2025?
আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে।
কি কি Document লাগবে ?
১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২) বয়সের প্রমান
৩) আধার কার্ড
৪) Caste Certificate
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে মাধ্যমিক এর নম্বর এবং ITI এর প্রাপ্ত নম্বর দেখে। তারপর হবে Document Verification.