Presidency University Recruitment,2025ঃ রাজ্যের উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জন্য সুখবর।পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের সংখ্যা প্রচুর। অনেকেই ভবিষ্যতে কলেজে পরাতে চান এবং নিজেদের ভবিষ্যতের পথ সুরক্ষিত করতে চান। এখন বর্তমানে P.HD থাকাটা খুবই জরুরি।সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নামী বিশ্ববিদ্যালয় থেকে Junior Research Fellow হিসাবে কাজ করার সুযোগ পেলে আরও ভালো হয়। সেই সুযোগ এনেছে Presidency University । এখানে কাজের সুযোগ পেলে সেটা মন্দ নয়। Presidency University র তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে Junior Research Fellow পদে কাজ করার জন্য। তবে এখানে মোট শূন্য পদের সংখ্যা বলা নেই।
যে সমস্ত ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে চান তারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পরবেন। এই প্রতিবেদনে কিভাবে আবেদন করতে হবে, বেতন কত হবে, যোগ্যতা কি লাগবে, নির্বাচন প্রক্রিয়া এই সমস্ত বিষয়ে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ঃ Presidency University
আবেদনের সময়সীমা ঃ Junior Research Fellow হিসাবে কাজ করার জন্য আবেদন করার শেষ তারিখ ৬ জানুয়ারি, ২০২৫।
Read More: NCCS র মাধ্যমে Internship করার সুযোগ, মাইনে ১৫,০০০ টাকা
বেতন কত হবে ?
Presidency University তে Junior Research Fellow হিসাবে কাজ করার জন্য মাসিক বেতন প্রায় ৩৮,০০০ টাকা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
Presidency University তে Junior Research Fellow হিসাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই M.SC complete করে থাকতে হবে।
তাদের বয়স হতে হবে ২০ বছরের বেশি। তবেই আবেদন করার জন্য যোগ্য হবে।
How To Apply For Presidency University Recruitment,2025
Junior Research Fellow হিসাবে আবেদন করার জন্য আবেদনকারীদের ইমেল মারফৎ দরখাস্ত করতে হবে। আবেদন করার আগে সবাই অফিসিয়াল নোটিশ ভালো করে দেখে নেবেন। আবেদনকারীর সমস্ত তথ্য এবং দরকারি প্রমানপত্রগুলির পিডিএফ ফাইল বানিয়ে ইমেল মারফৎ send করতে হবে।ইমেল send করার আইডি হল sdas.geol@presiuniv.ac.in ,ইচ্ছুক প্রার্থীরা সঠিক সময়ের মধ্যে আবেদন করে দেবেন। এই ফেলোশিপ করার ফলে যে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হবে তা আগামী দিনে আপনাদের কেরিইয়ারের গ্রোথ ভালো হবে। নতুন কোন কলেজে অধ্যাপক হিসাবে কাজ করার সুযোগও বাড়বে।
Selection Process
আবেদনকারীদের এখানে Interview তে যোগ দিতে হবে। এই Interview তে সফল হলে তারাই এই চাকরিটি করার সুযোগ পাবেন।
Important Link