POWER GRID RECRUITMENT, 2025 ঃ ভারতের POWER GRID CORPORATION OF INDIA র তরফ থেকে Company Secretary Professional পদের জন্য লোক নিয়োগ করা হবে । তবে এই নিয়োগ হবে ২ বছরের contract র উপর ভিত্তি করে। চাকরিপ্রাপকদের কাজের দক্ষতার উপর ভিত্তি করে এই contract বাড়ানো হতে পারে। বেতন প্রায় ৩০,০০০ টাকা থেকে শুরু হবে, সেটা আরও বাড়তে পারে।
এই চাকরির জন্য কি কি যোগ্যতা লাগবে, বেতন কত হয়, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ পদ্ধতি কি হয়, এই সব আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হোল। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পরবেন সমস্ত তথ্য জানতে।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Submission Of Online Application | 25/12/2024 |
Last Date Of Submission Of Online Application | 16/01/2025 |
নিয়োগকারি সংস্থা ঃ POWER GRID CORPORATION OF INDIA LIMITED
পদের নাম ও শূন্যপদের সংখ্যা কত?
পাওয়ার গ্রিডের জন্য কোন কোন পদে আবেদন করা যাবে তা জানানো হল-
POST NAME | Vacancy |
Company Secretary Professional | 30 |
বেতন কত হবে?
নির্বাচিত প্রার্থীদের বেসিক পে প্রায় ৩০,০০০ টাকা । মাসিক মাইনে 30,000+ IDA+HRA+Perks@ 35% of basic pay হবে।
Read More : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি নিয়োগ, মাধ্যমিক পাশরা আবেদন করুন!
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি ?
POWER GRID RECRUITMENT, 2025 র অফিসিয়াল নোটিশ অনুসারে প্রার্থীদের Associate Member of the Institute company Secretaries Of India হতে হবে। বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে।
এছারাও বোর্ড মিটিং conduct করার দক্ষতা থাকতে হবে, অফিসিয়াল চিঠি, নোটিশ draft করার দক্ষতা থাকতে হবে।
How To Apply For POWER GRID RECRUITMENT, 2025 ?
১) প্রার্থীদের Official website থেকে অনলাইনে আবেদন করতে হবে।
২) Career Selection- Job Opportunities- Opening- Engagement of Experienced Company Secretary Professional এ ক্লিক করতে হবে।
৩) নিজের সব তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে
৪) ফি জমা দিতে হবে
এখানে আবেদন করার ফি হল ৪০০ টাকা , তবে SC/ST/PWD/EX-SM প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি কি হয়?
এই পরীক্ষাতে কোনরূপ written test হবে না। নিয়োগ করা হবে Interview র দ্বারা। এছাড়াও প্রার্থীদের আগের যোগ্যতা ও অভিজ্ঞতাও দেখা হবে।
Important Links