PhonePe Recruitment 2025: মাধ্যমিক পাশে ফোনপেতে আবেদন করুন, বেতন শুরু প্রায় ২০ হাজার টাকা থেকে

PhonePe Recruitment 2025: সম্প্রতি ভারতের অন্যতম এক বিখ্যাত সংস্থার পক্ষ থেকে বিভিন্ন পদেতে কর্মী নিয়োগের বিপুল শূন্যপদ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ করবে ফোনপে। সারা ভারত থেকে ছেলে , মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। বয়সের কোণ ঊর্ধ্বসীমা নেই। আপনি মাধ্যমিক পাস হলেও আবেদনের যোগ্য। আপনাকে কোণ রকম লিখিত পরীক্ষাও দিতে হবে না। আপনার যোগ্যতা অনুসারে নিয়োগ পাবেন। তাই এটি একটি অন্যতম সেরা Work From Job.

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর ঃPhonePe

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু হয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

আপনি আবেদন (PhonePe Recruitment 2025) করতে চাইলে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করার যোগ্য । যারা উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট করেছেন তারাও আবেদন করতে পারবেন।

বয়সের জন্য ১৮ বছর বয়স হলেই হবে। বয়সের কোণ ঊর্ধ্বসীমা নেই।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে বিভিন্ন পদের জন্য নিয়োগ হবে। যেমন- Customer Service, Executive, Accountant, Packing Boys, Security Officer, Warehouse Keeper, Finance Manager, Graduate Tranee, Engineer ইত্যাদি।

How To Apply For PhonePe Recruitment 2025?

আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের শেষের দিকে পেয়ে যাবেন। সেখান থেকেই আবেদন করুন। প্রথমে ফোনপের ওয়েবসাইট এ যাবেন, তারপর Career option, তারপর See Current Openings, এখানে আপনার ইচ্ছামত পদ বেছে নিয়ে আবেদন করে দিন।

Read More: ওভারসিস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, স্টাইপেন্ড ১০ হাজার টাকা

বেতন( PhonePe Recruitment 2025) কেমন পাবেন ?

চাকরি পেলেই বেতন শুরু হবে ২০,০০০ টাকারও বেশি থেকে। এছাড়া বিভিন্ন পদ অনুসারে বেতন আরও বেশি। তাই এত ভালো সুযোগ হাতছাড়া করবেন না। বাড়ি থেকে বসে কাজ করে আয় করুন।

নিয়োগ পদ্ধতি কি ?

এখানে নিয়োগের জন্য দিতে হবে না কোণ রকম লিখিত পরীক্ষা। শুধুমাত্র Engineer পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হতে পারে। বাকি সমস্ত পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি হবে। আপনার CV কে অত্যন্ত ভালো ভাবে রেডি করবেন, তাহলে আপনার চাকরির সুযোগও বাড়বে।

PhonePe Apply Link : Click Here

About Author

Leave a Comment