ONGC Green Recruitment 2025: ওএনজিসিতে ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন ১ লক্ষ

ONGC Green Recruitment 2025: সম্প্রতি প্রকাশিত Oil and Natural Gas Corporation Limited ও Green Limited এর তরফ থেকে অভিজ্ঞ Professional নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদের জন্য নিয়োগ হতে চলেছে যেমন Associate Manger, Senior Manager, Associate Vice Presidents ইত্যাদি।

ONGC Green Recruitment 2025 এ আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে , কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা পদ্ধতি কি হয় – এইসব কিছু আলোচনা রইল এই প্রতিবেদনে। তাই যারা ভাবছেন এখানে আবেদন করবেন তাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু২৪/১২/২০২৪
আবেদন শেষ ০৭/০১/২০২৫

নিয়োগকারি দপ্তরঃ Oil and Natural Gas Corporation Limited (ONGC) Green Limited (OGL)

পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ

Post Names Vacancy
Senior Manager – Commercial, Bidding and Tariff Determination
01
Manager – Projects
01
Associate Manager – Operations and Maintenance (Wind)
01
Associate Vice Presidents – Mergers and Acquisitions and Business Development (Renewable Energy)
01

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত?

এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যতা দরকার হবে।

  1. Senior Manager – Commercial, Bidding and Tariff Determination : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে Electrical/Mechanical ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। এছাড়াও MBA in renewable energy করা থাকলে ভালো।
  2. Manager – Projects ঃএই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে Electrical/Mechanical/Civil ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। এছাড়াও MBA in renewable energy করা থাকলে ভালো।
  3. Associate Manager – Operations and Maintenance (Wind): এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে Electrical/Mechanical ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। এছাড়াও MBA in renewable energy করা থাকলে ভালো।
  4. Associate Vice Presidents – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃত কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে ও আবেদনকারিদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

How To Apply For ONGC Green Recruitment 2025 ?

ONGC Green Recruitment 2025 র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে নির্দিষ্ট website থেকে । আবেদন করার জন্য নিজের সব তথ্য দিয়া সঠিক ভাবে পূরণ করে জমা করতে হবে।

Read More : রেলের অধীন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, মাইনে ২০,০০০ টাকা

Selection Process কি ?

আবেদনকারীদের যে সমস্ত বিষয়গুলি দেখা হবে-

বিষয়সমূহ নম্বর
Essential Qualification
৩০
Desirable Qualification
Experience35
Interview30

বেতন কত হবে ?

চাকরিপ্রাপকদের বার্ষিক মাইনে ন্যূনতম ২০লক্ষ টাকা থেকে ৩৫ লক্ষ পর্যন্ত হতে পারে। তবে এই চাকরির posting হবে New Delhi তে এবং ৫ বছরের জন্য ।

Important Links

Official Notification Download Here

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment