NPS Trust Recruitment, 2025 : সম্প্রতি The National Pension System Trust (NPS Trust) র পক্ষ থেকে ম্যানেজার ও সহকারী ম্যানেজার পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদের জন্য লোক নিয়োগ হবে। তাই আপনি যদি গ্রাজুয়েট পাস হয়ে থাকেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ The National Pension System Trust (NPS Trust)
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
আবেদন শুরু | ১৬/০১/২০২৫ |
আবেদন শেষ | ০৫/০২/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা :
Post Names | Vacancy |
Grade A ( Assistant Manager) | 13 |
Grade B (Manager) | 6 |
Read More : মাধ্যমিক পাশে সরকারি চাকরি, বেতন ১৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ?
এক্ষেত্রে বিভিন্ন পদ আছে, যেমন- Risk Management, Human Resource. তাই যোগ্যতা বিভিন্ন লাগবে। আপনারা আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নিতে পারেন ।
How To Apply For NPS Trust Recruitment, 2025 ?
আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নির্দিষ্ট Website এ নিজের নাম registration করে নিয়ে ফর্মটি ফিলাপ করবেন।এরপর আবেদনের ফি জমা করে দিলেই আবেদন হয়ে যাবে।
আবেদনের ফি কত ?
আবেদন করার জন্য ফি বাবদ দিতে হবে ১০০০ টাকা, যারা SC/ST/PWD প্রার্থী তাদের ফি দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে তিনটি ধাপে-
১) Online Examination ( Phase 1)
২) Online Examination ( Phase 2)
৩) Interview
Important Links
Apply Link | Click Here |
Official Notification | Download Here |