NPCC Site Engineer Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ইজ্ঞিনিয়ার নিয়োগ, বেতন প্রতি মাসে প্রায় ৩৩,০০০ টাকা

NPCC Site Engineer Recruitment 2025: সম্প্রতি National Projects Construction Corporation Limited এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সকল ইজ্ঞিনিয়ারদের জন্য নিয়োগের এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে নিয়োগটি চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য কোণ রকম লিখিত পরীক্ষা হবে না। দিতে হবে শুধুমাত্র ইন্টারভিউ ।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর: National Projects Construction Corporation Corporation Limited

গুরুত্বপূর্ণ তারিখ :

 ইন্টারভিউ তারিখ – মে মাসের ১৩, ১৪, ১৫ , ২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

এখানে (NPCC Site Engineer Recruitment 2025) সিভিল ইজ্ঞিনিয়ারদের নিয়োগের কথা বলা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ১০ টি।

Read More :  বিহারে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

যে কোণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করা চাই।

বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় আছে।

How To Apply For NPCC Site Engineer Recruitment 2025 ?

এখানে আবেদনের জন্য কোণ রকম ফর্ম ফিলাপ করতে হবে না। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে সমস্ত Document নিয়ে।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগের জন্য কোণরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। হবে শুধুমাত্র ইন্টারভিউ।

Official Notification : Click Here

About Author

Leave a Comment