NHAI RECRUITMENT, 2024 : ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে ম্যানেজার নিয়োগ,মাইনে ৭০,০০০টাকা

NHAI RECRUITMENT, 2024 ঃ ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে (NHAI) ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নিয়োগকারীর বয়স ৫৬ বছরের অধিক হলে হবে না । আবেদনকারীদের এই চাকরিতে নিয়োগ হবে ৩ বছরের জন্য contractual অনুসারে। তবে কাজের দক্ষতা অনুসারে এই contract আরও বাড়তে পারে। বেতন বেশ আকর্ষণীয় হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে যেমন কি কি পদ থাকবে, কত বেতন হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, নিয়োগ পদ্ধতি কি হবে, সিলেবাস কি থাকে এই সব বিষয়ে জানতে অবশ্যই এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

নিয়োগকারি সংস্থাঃ NATIONAL HIGHWAY AUTHORITY OF INDIA

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু১৯/১২/২০২৪
আবেদন শেষ২০/০১/২০২৫

কোন কোন পদের জন্য নিয়োগ হবে ও শূন্যপদ কত থাকবে?

কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে তা নিচে জানানো হল-

POST NAMEVACANCY
Deputy General Manager (Finance & Accounts)08

বেতন কত হবে?

ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া (NHAI RECRUITMENT, 2024 ) র অফিসিয়াল নটিফিকেশন অনুসারে চাকরিপ্রাপকদের মাসিক মাইনে হবে প্রায় ৭৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে ?

১) ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল নটিফিকেশ অনুসারে প্রার্থীদের কমার্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে charted accountant পাস থাকতে হবে।

২) কেন্দ্রীয় বা রাজ্যসরকারের Organised Finance বা Accounts Service র সদস্য হতে হবে।

Read More : Co-operative ব্যাঙ্কে কর্মী নিয়োগ,বেতন প্রায় ৩৫,০০০ টাকা

How To Apply For NHAI RECRUITMENT, 2024 ?

এক্ষেত্রে আবেদন করার জন্য অনলাইনে তা করতে হবে ।

১) NHAI র অফিসিয়াল website থেকে About Us-Vacancies-Current অপশনে যেতে হবে।

২) Online Application এ গিয়া নিজের সব তথ্য দিয়ে দরখাস্ত পূরণ করতে হবে।

৩) তারপর এককপি Hard Copy application র নিজের কাছে রাখতে হবে।

SELECTION PROCESS কি ?

নিয়োগ করা হবে সম্পূর্ণ Interview র দ্বারা। এই নিয়োগে কোণ লিখিত পরীক্ষা থাকবে না। যেসব প্রার্থীরা shortlisted হবেন তাদের Interview র জন্য Date, Time , Venue NHAI র তরফ থেকে জানিয়ে দেয়া হবে।

এখানে চাকরিপ্রাপকদের চাকরি হবে ৩ বছরের জন্য । তবে তাদের কাজের দক্ষতার উপর ভিত্তি করে এই contract আরও বাড়তে পারে।

Important Links

DOWNLOAD OFFICIAL NOTIFICATION

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment