NCCS Recruitment, 2024 ঃ যে সমস্ত ছেলে মেয়েরা সবে মাত্র কলেজ পাশ করেছেন অথবা এখনও কলেজে পরছেন, তাদের জন্য Internship করার সুযোগ করে দিলো National Centre For Communications Security . দেশের সব প্রান্ত থেকে ছেলে মেয়েরা এখানে দরখাস্ত করতে পারে। যে সমস্ত ছেলে মেয়েরা সবে মাত্র কলেজ পাশ করেছেন অথবা এখনও কলেজে পরছেন,তারা অনেকেই আছেন যারা নতুন কোন চাকরি করতে চাইছেন, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ ।।অনেক ছেলে মেয়েরাই চায় কোন Internship করে নিতে, যাতে করে তাদের কেরিয়ারে গ্রোথ হয়,তাদের নতুন অভিজ্ঞতাও হয়। এর ফলে পরবর্তীতে নতুন চাকরি পেতে সুবিধা হয় ও বেতনও ভালো পাওয়া যায়।কাজ করার অভিজ্ঞতা থাকলে তিনি বেশি সুবিধা পান।
এই Internship করতে ইচ্ছুক যারা তারা কীভাবে apply করবেন, কারা কারা যোগ্য, বেতন কত পাবেন, কত দিনের জন্য এই Internship চলবে, এই সব কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হোল।
Eligibility For NCCS Recruitment, 2024
১) Category 1 : ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electronics/ Communications/ Telecommunication /Radio নিয়া যারা পড়াশোনা করছেন এবং 3rd বা 4th year চলছে , তারা সবাই আবেদন করতে পারবেন।
২) Category 2 :ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electronics/ Communications/ Telecommunication /Radio নিয়ে যারা Graduate বা Post Graduate শেষ করেছেন , তারা সবাই আবেদন করতে পারবেন।
Read More : পিএসসিতে আবার নতুন নিয়োগ, আবেদন করুন গ্রাজুয়েটরা
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
Category 1 | 05 |
Category 2 | 08 |
কত সময়ের জন্য এই Internship ও Posting কোথায় হবে
Category 1 ও Category 2 এই দুটি ক্ষেত্রেই সময়সীমা আলাদা আলাদা।
Category 1ঃ মিনিমাম ৬০ দিনের জন্য
Category 2 : মিনিমাম ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত চলতে পারে
NCCS র তরফ থেকে জানানো হয়েছে posting হবে বেঙ্গালুরুতে।
বেতন কত হবে?
NCCS Recruitment, 2024 র নোটিশ অনুযায়ী Category 1 দের জন্য বেতন ৭৫০০ টাকা এবংCategory 2 দের জন্য বেতন ১৫,০০০ টাকা।
How To Apply For NCCS Recruitment, 2024
ইচ্ছুক Student রা নির্দিষ্ট ইমেল মারফত ইমেল করতে পারবেন। ইমেল আইডি হোল con1.nccs-dot@govcontractor.in . এখানে আপনাদের CV এবং application form ও আপনি কোন ক্ষেত্রে কাজ করতে চান সেটা জানিয়ে মেল পাঠাতে হবে। মেল পাঠানোর শেষ তারিখ হোল ১০/০১/২০২৫।
Selection Process
NCCS র অফিসিয়াল নোটিশ অনুসারে আপনাদের result দেখার পর Interview হবে। তাতে select হলেই এই চাকরি পাবেন।
Important Link