NABARD Recruitment, 2025 ঃNational Bank For Agriculture and Rural Development (NABARD Recruitment, 2025) র পক্ষ থেকে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NABARD ব্যাঙ্ক ভারতের গ্রামীণ কৃষি এবং গ্রাম অঞ্চলের উন্নতির জন্য বিভিন্ন কাজ করে থাকে। কৃষকদের লোণ প্রদান করা, আধুনিক কৃষি সম্পর্কে কৃষকদের সঠিক তথ্য জানানো , তাদের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দিয়া থাকে। সেই NABARD এবার কর্মী নিয়োগ করবে বেশ কিছু পদে।
এই চাকরি করতে যোগ্যতা কি লাগবে, বেতন কত হবে, কি ভাবে নিয়োগ হবে, কি ভাবে আবেদন করতে হবে, তা বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হোল। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে চান, তারা অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটা পরবেন ।
গুরুত্বপূর্ণ তারিখ ঃ NABARD এ আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে ২১/১২/২০২৪ থেকে। তবে কয়েকদিনের মধ্যেই এই আবেদন গ্রহন বন্ধ হয়ে যাবে, তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
নিয়োগকারী সংস্থা ঃNational Bank For Agriculture and Rural Development
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
Post Name | Vacancy |
ETL Developer | 01 |
Data Scientist | 02 |
Senior Business Analyst | 01 |
Business Analyst | 01 |
UI/UX Developer | 01 |
Data Management Specialist | 01 |
Project Manager | 01 |
Network and Senior Analyst | 01 |
Senior Analyst Of Cyber Security | 01 |
বেতন কেমন হবে?
এইখানে বিভিন্ন পদ অনুযায়ই বেতন বিভিন্ন হবে। যারা কর্মী হিসাবে কাজ করবেন তাদের বেতন ৫০,০০০ টাকা থেকে শুরু হবে এবং সর্বচ্চ প্রায় ২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে।
Read More : NCCS র মাধ্যমে Internship করার সুযোগ, মাইনে ১৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ও বয়সসীমা কি ?
বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা লাগবে। সেক্ষেত্রে official notice র লিঙ্ক থেকে সেটা ডাউনলোড করে বিভিন্ন পদের বিভিন্ন যোগ্যতা দেখে নিতে পারবেন।
আবেদনকারিদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভিন্ন পদ অনুযায়ই বয়সের বিভিন্নতা আছে , সেক্ষেত্রে Official Notice টি ভালো করে পরে নিয়া আবেদন করবেন।
How To Apply For NABARD Recruitment, 2025
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা NABARD র অফিসিয়াল Website এ প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন। তারপর ফি ও দরকারি নথি জমা করে form submit করবেন। Form জমা দিতে হবে ০৫/০১/২০২৫ র মধ্যে।
আবেদন ফি কত ?
General /OBC/EWS দের জন্য আবেদন ফি ৮৫০ টাকা ও SC/ST/PWBD দের জন্য ১৫০ টাকা।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে কোণরকম লিখিত পরিক্ষা হবে না, সরাসরি Interview র দ্বারা নিয়োগ করা হবে।
Important Link
Official Notification | Download Here |
Apply Now | Click Here |