Murshidabad District Job 2025: মুর্শিদাবাদ জেলার ভূমি দপ্তরে  ক্লার্ক নিয়োগ, বেতন ১০০০০ টাকা

Murshidabad District Job 2025: সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমি দপ্তরের অন্তর্গত ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ চুক্তিভিত্তিক ভাবে এক বছরের জন্য নিয়োগ হবে। শূন্য পদের সংখ্যাও বেশ ভালো আছে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর : Office Of The District Land and Land Reforms Office, Murshidabad

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু শুরু হয়েছে
আবেদন শেষ ৩/৩/২০২৫

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

পদের নামশূন্যপদের সংখ্যা
ক্লার্ক৬০

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে?

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোণ সরকারি দপ্তরে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের জন্য সর্বচ্চ বয়স ৬৪ হতে হবে।

Read More : জেলা ম্যাজিস্টেট অফিসে কর্মী নিয়োগ, বেতন ১৬০০০ টাকা

How To Apply For Murshidabad District Job 2025 ?

আবেদন করবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। ফর্ম পূরণ করে ৩/৩/২০২৫ র মধ্যে নির্দিষ্ট ঠিকানায় Send করবেন।

বেতন কত ?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মাসিক বেতন প্রায় ১০ হাজার টাকা হতে পারে।

নিয়োগ পদ্ধতি কি ?

এক্ষেত্রে কোণরকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি : ক্লিক করুন

About Author
Nabamita Das

নবমিতা দাস! WBjobseekers.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Burdwan University থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment