Kotak kanya Scholarship 2025: আমরা প্রায় দেখি যে গরিব মেধাবী দুস্থ ছাত্রীরা আর্থিক অভাবের জন্য পড়াশোনা করতে পারেন না যার ফলে তারা বিপথে চলে যায়। আর এই এইজন্য এই ছাত্রীরা জীবনের স্বপ্ন পূরণ করতে পারেনা।এই স্বপ্ন পূরণের জন্য কোটাক মাহিন্দ্রা গ্রুপ একটি স্কলারশিপ এনেছি যার নাম কোটাক কন্যা স্কলার্শিপ ২০২৫। ভারতবর্ষের দুস্থ ও মেধাবী ছাত্রীদের জন্য স্কলারশিপ টি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে। এই স্কলারশিপে যারা যোগ্যতা অর্জন করতে পারে তারা বৎসরে দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। এই আর্থিক সহায়তা পাওয়ার ফলে আমাদের দেশের মেধাবী ছাত্রীরা তাদের পড়াশুনার খরচ বহন করতে পারে। আমরা আজকে দেখে নেব কিভাবে কোটাক কন্যা স্কলার্শিপ এ আবেদন করা থেকে টাকা পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে।
মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা সুযোগ করে দেয়ার জন্য মূলত Kotak kanya Scholarship 2025 করা হয়েছে কোটাক মাহিন্দ্রা গ্রুপ (Kotak Mahindra Group) এবং কোটাক এডুকেশন ফাউন্ডেশন (Kotak Education Foundation).
Kotak kanya Scholarship 2025 : Overview
Category | Description |
Scholaship | Kotak kanya Scholarship 2025 |
Organiser | kotak Education foundation |
Target Group | 12th Pass |
Scholaship Amount | 1.5 lakh per Year |
Course | BE,MBBS, LLB. |
Last Date of Application | August 31, 2025 |
Kotak kanya Scholarship 2025: বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপ টি নির্বাচিত ছাত্রীদের জন্য বৎসরে ১.৫ লাখ পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে ডিগ্রী কোর্স শেষ না হওয়া পর্যন্ত এই স্কলারশিপ পেয়ে থাকে। এই স্কলারশিপ টি মূলত ইঞ্জিনিয়ারিং এমবিবিএস এবং এল এল বি কোর্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।
Kotak kanya Scholarship 2025: যোগ্যতা
Kotak kanya Scholarship 2025 এর জন্য আবেদন করতে হলে যে সমস্ত নিয়ম গুলি মানতে হবে তার নিম্নে উল্লেখ করা হলো :-
১.আবেদনকারী কে পরিবারের কন্যা হতে হবে।
২.উচ্চ মাধ্যমিকের পর যেকোনো প্রফেশনাল করছে ভর্তি হতে হবে।
৩.উচ্চমাধ্যমিকে মিনিমাম ৮৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৪.আবেদনকারীকে ভারতবর্ষের এখনো রাজ্যের হাই বাসিন্দা হতে হবে।
৫.আবেদনকারীর পরিবারের বাড়তি আয় ছয় লক্ষ টাকার কম হতে হবে।

Read More :- HDFC Scholarship 2025: পড়াশোনার জন্য পান ₹৭৫,০০০ পর্যন্ত অনুদান!
How to Apply
আবেদনকারী কে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে তারপর ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। জি জি নথিগুলো তার নিম্নে উল্লেখ করা হলো।
Buddy4Study ওয়েবসাইটে যান – Kotak Kanya Scholarship 2025” নির্বাচন করুন-Apply Now” বাটনে ক্লিক করুন – রেজিস্ট্রেশন বা লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন
-প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন – আবেদন জমা দিন এবং কনফার্মেশন নম্বর সংরক্ষণ করুন
Document Require
1. Passport Size Photgrph (সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি).
2.Adhar Card / Voter Card (আধার কার্ড/ভোটার আইডি).
3.Marksheet (১২তম শ্রেণির মার্কশিট).
4.College Admission Challan (কলেজে ভর্তি রসিদ).
5.Income Certificate (ইনকাম সার্টিফিকেট).
6.Bank passbook (ব্যাংক পাসবুকের কপি).
আবেদনপত্র জমা পরার পর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আর্থিক পরিস্থিতির ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট তৈরির পর তার ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি হবে।। এই শর্ট লিস্ট থেকে আবেদনকারী কে দুই দফায় ইন্টারভিউ নেওয়া হবে। সর্বশেষে একটি ফাইনাল মেধা তালিকা তৈরি হবে। এই মেধা তালিকায় যাদের নাম থাকবে তারা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে স্কলারশিপ এ টাকা পাবেন কোটাক মাহিন্দ্রা গ্রুপ এর পক্ষ থেকে।
যে সমস্ত ছাত্রীরা আর্থিক স্বচ্ছলতার ভাবে পড়াশোনায় বাধা প্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে এটি দুর্দান্ত সুযোগ। কোটাক কন্যাস স্কলার্শি তাদের স্বপ্ন পূরণের এক দিশারী।
Website | Click Here |