JIO INTERNSHIP, 2025 : জিও দিচ্ছে ইন্টার্নশিপ করার সুযোগ, স্টাইপেন্ড ৪০,০০০ টাকা

JIO INTERNSHIP, 2025 ঃ বর্তমান সময়ে শুধুমাত্র স্কুল- কলেজের ডিগ্রিই যথেষ্ট নয়, তার সাথে চাই সময় উপযোগী কিছু স্কিল শেখা, যার দ্বারা ভালো মতো আয় করা সম্ভব এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করাও সম্ভব। যাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগ্রহ আছে তাদের জন্য সুখবর। কারন জিও নিয়া এসেছে বিনামূল্যে গ্রাফিক ডিজাইন শেখার সুযোগ। ট্রেনিং নিলে ৪০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে । এই ট্রেনিং এর সময় ৬ মাসের জন্য। তাই যারা গ্রাফিক ডিজাইন শিখে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না।

এই ইন্টার্নশিপ ট্রেনিং এ কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি প্রয়োজন, কোথায় এই ইন্টার্নশিপ হবে, তাদের দায়িত্ব কি হবে সেই সব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগকারী সংস্থা ঃ JIO INSTITUTE

গুরুত্বপূর্ণ তারিখ ঃ আবেদন শুরু হয়েছে, আবেদন করার শেষ তারিখ ২৪/০১/২০২৫

JIO INSTITUTE সম্পর্কিত তথ্যঃ

ভারতের JIO INSTITUTE হল এক অন্যতম সেরা multidisciplinary higher education institute. Reliance Industries Limited দ্বারা ২০১৮ সালে মুম্বাইতে স্থাপিত হয়। বর্তমান সময় উপযোগী বিভিন্ন স্কিল শেখানোর উপর জোর দেয় এরা যেমন Artificial Intelligence, Data Science, Digital Media and Marketing. এই সংস্থা থেকেই গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ ঃ

ইন্টার্নশিপের এই ট্রেনিং হবে মুম্বাইতে এবং এই প্রোগ্রামের মেয়াদ ৬ মাস।

কারা কারা আবেদন করতে পারবেন ?

আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন –

১) প্রার্থীকে ৬ মাসের জন্য সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করার ইচ্ছা থাকতে হবে।

২) গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেসিক ধারনা ও দক্ষতা থাকতে হবে।

৩) অফিসে পূর্ণদিবস উপস্থিত থেকে কাজ করতে হবে।

Read More : ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে ম্যানেজার নিয়োগ,মাইনে ৭০,০০০টাকা

Intern দের দায়িত্ব কি থাকবে?

এখানে যারা আবেদন করবেন তাদের যে সমস্ত দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল –

১) Adobe Creative Suite software ব্যবহার করে Print Brochures তৈরি করা।

২) Company Standard অনুযায়ী Power Point Presentation বানানো।

কি কি সুবিধা পাওয়া যাবে ?

এখানে ইন্টার্নশিপ করার সময় মাসিক ৪০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং শেষে তাদের Certificate প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরি পেতে সাহায্য করবে ।

How to Apply For JIO INTERNSHIP, 2025 ?

এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের শেষের দিকে আবেদন করার Link দেওয়া আছে সেখান থেকে Apply Now তে গিয়ে আবেদন করতে পারবেন।

JIO INTERNSHIP, 2025 Apply Link : Apply Here

About Author

Leave a Comment