ITBP Constable Recruitment,2025: কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি নিয়োগ, মাধ্যমিক পাশরা আবেদন করুন!

ITBP Constable Recruitment,2025 ঃ কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করতে চায়, তাদের জন্য সুখবর । ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ (ITBP) force র পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনির গ্রুপ সি পদের জন্য Constable নিয়োগ হবে। তবে অবশ্য পুরুষ চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে প্রায় ৫০ টি শূন্য পদের জন্য Constable নিয়োগ হতে চলেছে।

এই চাকরির জন্য কি কি যোগ্যতা লাগবে, বেতন কত হয়, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ পদ্ধতি কি হয়, এই সব আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হোল। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পরবেন সমস্ত তথ্য জানতে।

গুরুত্বপূর্ণ তারিখ ঃ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন ২২/০১/২০২৫ তারিখ পর্যন্ত।

নিয়োগকারি সংস্থা ঃ ITBP Force, Ministry Of Home Affairs, Govt. Of India

পদের নাম ও শূন্যপদের সংখ্যা কত?

Post NameVacancy
Constable07
Head Constable44

তবে আবেদন করার আগে মূল নোটিফিকেশণটি আগে লিঙ্ক থেকে download করে নিয়ে ভালো করে পরে নেবেন, তারপর আবেদন করবেন।

বেতন কত হবে?

উভয় পদের জন্য বেতন বিভিন্ন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে । পদ অনুযায়ই বেতন হোল

১) Constable – মাসিক বেতন ২১,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা পর্যন্ত

২) Head Constable – মাসিক বেতন ২৫,০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত

Read More :NCCS র মাধ্যমে Internship করার সুযোগ, মাইনে ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি ?

যে সব চাকরিপ্রার্থীরা (ITBP Constable Recruitment,2025) Constable পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এবং Head Constable পদে চাকরি করতে ইচ্ছুক যারা তাদের ন্যূনতম যে কোণ স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আবেদনকারীদের মোটর সারানোর পূর্ব অভিজ্ঞতা থাকা চাই । এছাড়াও প্রতিটি চাকরিপ্রার্থীকে শারীরিক যোগ্যতাও পূরণ করতে হবে official notification অনুযায়ই।

আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। সরকারী নিয়ম অনুযায়ী SC, ST, OBC রা যথারীতি বয়েসের ছাড় পেয়ে যাবেন।

How To Apply For ITBP Constable Recruitment,2025?

সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। দরকারি নথি submit করে ফর্ম ফিলআপ করতে করতে হবে। ফর্ম ফিলআপের পর পরীক্ষার ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন ফি কত ?

আবেদনের জন্য UR, EWS , OBC চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি জমা করতে হবে। বাকি শ্রেণীর প্রার্থীদের কোণরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি কি হয়?

এই পদের জন্য কোণ রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের শুধুমাত্র Physical Efficiency Test (PET) এবং Physical Standard Test (PST) তে পাশ করতেই যোগ্য বলে বিবেচিত হবে।এই বিষয়ে বিশদে জানতে official notification দেখে নিতে পারেন।

Important Links

Official Notification Download

About Author

Leave a Comment