ISRO ITI Pass Apprentice Recruitment 2025: সম্প্রতি ভারতের মহাকাশ গবেষনা সংস্থার (ISRO) পক্ষ থেকে Apprentice পদেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ট্রেডে লোক নিয়োগ করা হবে। প্রতিমাসে বেতন পাবেন ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: ISRO
গুরুত্বপূর্ণ তারিখ :
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন দেরি না করে।
Read More : এই প্রকল্পে আবেদন করুন, প্রতি মাসে সরকার দেবে ৫ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
এখানে Internship করানো হবে, বিভিন্ন ট্রেডে। যেমন- ফিটার, ইলেকট্রনিক্স, মেশিনিস্ট, ওয়েলডার,কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোনটিকাল ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরী সায়েন্স,কমার্শিয়াল প্র্যাকটিস।
মোট শূন্য পদের সংখ্যা ৭৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
পদ অনুসারে (ISRO ITI Pass Apprentice Recruitment 2025) যোগ্যতা বিভিন্ন প্রয়োজন। যেমন- B.Tech, লাইব্রেরী সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর, আইটিআই, ডিপ্লোমা ইত্যাদি।
আবেদন করতে বয়স প্রয়োজন ১৮ বছর।
How To Apply For ISRO ITI Pass Apprentice Recruitment 2025?
নির্দিষ্ট Website এ গিয়ে আবেদন করতে হবে।
বেতন কেমন পাবেন ?
বেতন হিসাবে প্রতি মাসে ৯ থেকে ১০ হাজার টাকা পাবেন।
নিয়োগ পদ্ধতি কি ?
এখানে সরাসরি ইন্টারভিউ ও Document Verification করা হবে।