Intelligence Bureau Recruitment 2025: আপনিও কি দেশের সুরক্ষায় সরাসরি অবদান রাখতে চান? তাহলে আপনার জন্য রয়েছে এক অসাধারণ সুযোগ ও দারুণ সুখবর। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এক বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে রয়েছে বহু শূন্যপদ। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতিসহ যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) |
পরীক্ষার নাম | ACIO-II/Exe Exam 2025 |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (গ্রেড-২ / এক্সিকিউটিভ) |
মোট শূন্যপদের সংখ্যা | ৩,৭১৭টি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.mha.gov.in / www.ncs.gov.in |
Read More: রাজ্য সরকারি কলেজে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের সমস্ত বিস্তারিত তথ্য।

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া আরও বিস্তারিতভাবে জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।
বয়সসীমা (Intelligence Bureau Recruitment 2025)
আবেদনকারীর বয়স ১০ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো
- সপ্তম বেতন কমিশনের Level-7 অনুযায়ী মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
- মাসিক ইনহ্যান্ড বেতন – আনুমানিক ৮০,৩৭৫ টাকা থেকে ৯০,২৫৭ টাকা পর্যন্ত (পোস্টিং স্থানের X, Y, Z ক্যাটাগরির উপর নির্ভর করে)।
অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা
- মহার্ঘ্য ভাতা
- বাড়িভাড়া ভাতা
- যাতায়াত ভাতা
- বিশেষ নিরাপত্তা ভাতা (মূল বেতনের ২০%)
- ছুটির দিনে কাজের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ (সর্বোচ্চ ৩০ দিন)
- বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
- জাতীয় পেনশন স্কিম (NPS)-এ সরকারি অবদান
অন্যান্য প্রয়োজনীয়তা
- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- নির্বাচিত প্রার্থীদের ভারতের যেকোনো প্রান্তে পোস্টিং হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া
মোট তিনটি ধাপের ভিত্তিতে এখানে (Intelligence Bureau Recruitment 2025) প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হবে।
- অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা (নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে)
- ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা
- ইন্টারভিউ
How To Apply For Intelligence Bureau Recruitment 2025?
- যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন MHA-র অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in অথবা NCS ওয়েবসাইট www.ncs.gov.in -এর মাধ্যমে।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৫ (রাত ১১:৫৯)
- এসবিআই চালানের মাধ্যমে অফলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১২ আগস্ট, ২০২৫
আবেদন ফি
সাধারণ/ওবিসি/ইডব্লিউএস (পুরুষ) প্রার্থীদের জন্য | ৬৫০ টাকা |
এসসি/এসটি এবং সব মহিলা প্রার্থীদের জন্য | ৫৫০ টাকা |
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য | ৫৫০ টাকা |
ফি প্রদানের মাধ্যম
অনলাইনে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং) অথবা এসবিআই চালান।
গুরুত্বপূর্ণ তথ্য
অ্যাডমিট কার্ড, পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে নিয়মিত নজর রাখুন www.mha.gov.in ওয়েবসাইটে।
Intelligence Bureau Recruitment 2025 Links
🌐 Official Website | Click Here |
✍ Apply Link | Apply Now |
📄 Official Notification | Download PDF |