Indian Statistical Institute Recruitment 2025 : Content Writer নিয়োগ, মাসিক বেতন প্রায় ৩০০০০ টাকা

Indian Statistical Institute Recruitment 2025 : সম্প্রতি Indian Statistical Institute র তরফ থেকে বেশ কিছু পদের জন্য Content Writer এবং কিছু Technical Person নিয়োগ করা হবে । এই কাজটি হবে Contractual basis এ , কিন্তু পরবর্তীকালে মেয়াদ বাড়তে পারে। মাসিক বেতনও বেশ ভাল, প্রায় ৩০০০০ টাকা।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর : Indian Statistical Institute

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু
আবেদন শেষ28/2/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা :

এখানে Content Writer এবং Technical Person পদের জন্য কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫ টি।

Read More : পূর্ব মেদনীপুর জেলা কোর্টে গ্রুপ ডি নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

Content Writer পদের জন্য  ইংরেজি বিষয়ে M.A করা চাই, এছাড়াও প্রযুক্তিগত Content লেখার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

Technical Person পদের জন্য প্রার্থীদের ১ বছরের ডেটাবেজ ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারিদের সর্বচ্চ বয়স ৩৫ হতে হবে।

How To Apply For Indian Statistical Institute Recruitment 2025 ?

আবেদনকারীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমান নির্দিষ্ট ইমেলে send করতে হবে।

নিয়োগ পদ্ধতি কি ?

এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক, তবে পরবর্তীকালে এই সময় বাড়তে পারে।

Official Notification : Click Here

About Author

Leave a Comment