Indian Navy Recruitment 2025: ভারতীয় নৌ সেনাবাহিনীতে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ! মহিলারাও আবেদন করতে পারবেন।

Indian Navy Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! ভারতীয় নৌ সেনাবাহিনী সম্প্রতি ‘এসএসসি এক্সিকিউটিভ’ (ইনফরমেশন টেকনোলজি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সেবায় যুক্ত হওয়ার এই সুযোগটি শুধু একটি চাকরি নয়, বরং সম্মান ও গর্বের প্রতীক। WB Jobseekers সবসময় আপনাদের জন্য নিয়ে আসে সঠিক ও নির্ভুল তথ্য।

তাই এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা সহ নিয়োগ প্রক্রিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একসাথে তুলে ধরা হলো। আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন, তাই আর দেরি না করে বিস্তারিত জেনে নিন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাভারতীয় নৌবাহিনী (Indian Navy)
পদের নামএসএসসি এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)
মোট শূন্যপদের সংখ্যা১৫টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.joinindiannavy.gov.in

Read More: ফের পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের তারিখ! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় থমকে চাকরির আশা।

শিক্ষাগত যোগ্যতা (Indian Navy Recruitment 2025)

  1. আবেদনে ইচ্ছুক প্রার্থীদের দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
  2. ৬০% নম্বর সহ এমসিএ-তে বিসিএ/ বিএসসি (কম্পিউটার সায়েন্স/ আইটি) অথবা কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, এআই, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদিতে বিই/ বিটেক/ এমটেক/ এমএসসি ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা (Indian Navy Recruitment 2025)

ইচ্ছুক প্রার্থীর জন্ম তারিখ ২ জানুয়ারি ২০০১ থেকে ১ জুলাই ২০০৬-এর (০২/০১/২০০১ থেকে ০১/০৭/২০০৭) মধ্যে হতে হবে।

Read More: DVC তে গ্র্যাজুয়েশন পাশে অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে চাকরি! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।

নিয়োগ প্রক্রিয়া

  1. সংক্ষিপ্ত তালিকা – প্রার্থীর একাডেমিক ফলাফল ও ডিগ্রির ভিত্তিতে প্রাথমিক বাছাই।
  2. এসএসবি ইন্টারভিউ – সংক্ষিপ্ত তালিকাভুক্তদের পাঁচ দিনের সার্ভিস সিলেকশন বোর্ড সাক্ষাৎকার।
  3. মেডিকেল পরীক্ষা – এসএসবি কর্তৃক সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষা।
  4. চূড়ান্ত মেধা তালিকা – এসএসবি স্কোর, মেডিকেল ফিটনেস ও শূন্যপদ সংখ্যা বিবেচনায় ফল প্রকাশ।

How To Apply For Indian Navy Recruitment 2025?

যোগ্য প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য

এই চাকরিতে আবেদন করার জন্য কোনও আবেদন ফি প্রযোজ্য নয়

Indian Navy Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment