IDBI Bank SO Recruitment 2025: সম্প্রতি অন্যতম বৃহত্তম IDBI ব্যাঙ্কের তরফ থেকে অফিসার পদেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কে চাকরি করতে অনেকেই ইচ্ছুক হন, তারা অবশ্যই আবেদন করতে পারেন।
এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।
নিয়োগকারী দপ্তর: IDBI Bank SO Recruitment 2025
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু | ৭/৪/২০২৫ |
আবেদন শেষ | ২০/৪/২০২৫ |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
নিয়োগ করা হবে বিভিন্ন পদেতে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Deputy General Manager | ৮ |
Assistant General Manager | ৪২ |
Manager | ৬৯ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?
আবেদনের জন্য B.Tech বা CA বা MBA পাস হলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ২৫ থেকে ৩৫ র মধ্যে হতে হবে।
Read More : রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ৪৮,০০০ টাকা
How To Apply For IDBI Bank SO Recruitment 2025?
আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। ব্যাঙ্কের Website এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি কি ?
নিয়োগ হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে।