IBPS Recruitment 2025: IBPS এর মাধ্যমে অফিসার পদে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন

IBPS Recruitment 2025: সম্প্রতি  Institute of Banking Personnel Selection (IBPS) র পক্ষ থেকে বেশ কিছু পদেতে অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই পদে Contractual হিসাবে নিয়োগ করা হবে। বেতন বেশ ভাল আছে।

এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে ।

নিয়োগকারী দপ্তর: Institute of Banking Personnel Selection

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু 1.04.2025
আবেদন শেষ 21.04.2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

পদের নামশূন্যপদের সংখ্যা
Deputy General Manager (Financial & Allied Services)1

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত প্রয়োজন ?

আবেদনকারীকে B.Com/ M.Com পাস হতে হবে এছাড়া অতিরিক্ত যোগ্যতা হিসাবে MBA/ CA করা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। এছাড়া কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ৫০ থেকে ৬১ বছরের মধ্যে।

Read More : রেলে লোকো পাইলট নিয়োগ, মাসিক বেতন প্রায় ৪৫,০০০ টাকা

How To Apply For IBPS Recruitment 2025?

আবেদন (IBPS Recruitment 2025) করবেন অনলাইনের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি কি ?

নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে।

Important Links

Official Notification Click Here
Website LinkClick Here

About Author

Leave a Comment