IBPS Recruitment 2025: ব্যাংকে ১০০৭টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ! প্রতিমাসে ৪৮,৪৮০/- টাকা বেতন পাবেন।

IBPS Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারো সুখবর! IBPS নতুন করে বিভিন্ন সরকারি ব্যাংকে প্রফেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর পাশাপাশি একই দিনে স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। ফলে ব্যাংকে চাকরি করার স্বপ্ন যাঁদের আছে, তাঁদের জন্য এটি এক দারুণ সুযোগ।
কোন পদে নিয়োগ হবে? কতগুলি শূন্যপদ রয়েছে? কীভাবে আবেদন করবেন? নিয়োগ পদ্ধতি কী? সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

যে পদগুলিতে নিয়োগ হবে

  1. IT অফিসার
  2. এগ্রিকালচারাল ফিল্ড অফিসার
  3. রাজভাষা অধিকারী
  4. ল অফিসার
  5. মার্কেটিং অফিসার
  6. HR বা পার্সোনেল অফিসার

মোট শূন্যপদ

১০০৭টি।

Read More: ব্যাঙ্ক অফ বরোদায় ২৫০০টি শূন্যপদে লোকাল ব্যাংক অফিসার নিয়োগ! প্রতিমাসে ন্যূনতম ৪৮,৪৮০/- টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদে বিশেষজ্ঞ অফিসার হিসেবে নিয়োগ হবে, তাই আবেদনকারীদের নির্দিষ্ট বিষয়ে দক্ষতা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিচে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো —

১) IT অফিসার: চার বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন।

২) এগ্রিকালচারাল ফিল্ড অফিসার: কৃষি, উদ্যানপালন, ফুড টেকনোলজি বা সমতুল্য বিষয়ে অন্তত চার বছরের স্নাতক ডিগ্রি।

৩) রাজভাষা অধিকারী: হিন্দি, ইংরেজি বা সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি।

৪) ল অফিসার: আইন বিষয়ক স্নাতকোত্তর বা LLB ডিগ্রি।

৫) মার্কেটিং অফিসার: মার্কেটিং বিষয়ে ডিগ্রি বা MBA অথবা সমতুল্য কোনো ডিগ্রি, সঙ্গে স্নাতক ডিগ্রি আবশ্যক।

৬) HR বা পার্সোনেল অফিসার: স্নাতক ডিগ্রির পাশাপাশি পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে দুই বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি।

মাসিক বেতন (IBPS Recruitment 2025)

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে প্রতি মাসে প্রায় ₹৪৮,৪৮০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি ব্যাংকের অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে।

বয়স সীমা

IBPS Recruitment 2025 প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।

নিয়োগ পদ্ধতি

নিয়োগের জন্য প্রিলিমিনারি, মেইনস ও ইন্টারভিউ- এই তিনটি ধাপে যোগ্যতা যাচাই করা হবে। আবেদন করার আগে পদভিত্তিক সিলেবাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে বুঝে নিতে নিচের লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিন।

How To Apply For IBPS Recruitment 2025?

  1. আগ্রহী প্রার্থীদের www.ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. রেজিস্ট্রেশনের নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে।
  3. আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শেষ তারিখ ২১ জুলাই ২০২৫।

IBPS Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment