IB ACIO Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৭১৭টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ! প্রতিমাসে ৪৪,৯০০/- টাকা বেতন পাবেন।

IB ACIO Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (IB) থেকে চাকরিপ্রার্থীদের জন্য এসেছে এক চমৎকার সুসংবাদ। বহু প্রতীক্ষিত এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩৭১৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থা। প্রতি বছর বিপুল সংখ্যক যুবক-যুবতী এই সংস্থায় কাজ করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

এই নিয়োগ জেনারেল সেন্ট্রাল সার্ভিস, নন-গেজেটেড, গ্রুপ ‘সি’ পদে হতে চলেছে। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম

সহকারী সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (Grade-III)

মোট শূন্যপদের সংখ্যা

৩৭১৭টি

Read More: কেন্দ্র সরকারি দপ্তরে ৩৯৪টি শুন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।

শিক্ষাগত যোগ্যতা

  1. চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রি অর্জন করতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য যোগ্য।
  2. ন্যূনতম নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই।
  3. কম্পিউটার দক্ষতা আবশ্যক।

বয়সসীমা (IB ACIO Recruitment 2025)

১০/০৮/২০২৫ তারিখ অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

সরকারি নিয়ম অনুযায়ী, প্রার্থীদের বয়সের ছাড় প্রযোজ্য।

সাধারণ প্রার্থীদের জন্য১৮ থেকে ২৭ বছর
OBC প্রার্থীদের জন্যসর্বোচ্চ ৩০ বছর
SC/ST প্রার্থীদের জন্যসর্বোচ্চ ৩২ বছর

মাসিক বেতন (IB ACIO Recruitment 2025)

কর্মীদের বেতন কেন্দ্রীয় সরকারের ৭ম বেতনক্রম অনুযায়ী নির্ধারিত হবে। নিযুক্ত কর্মীদের বেতন শুরু হবে ৪৪,৯০০/- টাকা প্রতি মাসে।

নিয়োগ প্রক্রিয়া

  1. নিয়োগ হবে দুই ধাপের লিখিত পরীক্ষা-র মাধ্যমে।
  2. সিলেবাস ও পরীক্ষার ধরণ জানতে নিচের লিঙ্ক থেকে পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।

How To Apply For IB ACIO Recruitment 2025?

  1. আগ্রহী প্রার্থীদের IB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
  2. আবেদন করার শেষ তারিখ- ১০ আগস্ট ২০২৫
  3. বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

আবেদন মূল্য

সাধারণ, EWS ও OBC পুরুষ প্রার্থীদের জন্য:৬৫০/- টাকা (আবেদন ফি ১০০ + প্রসেসিং চার্জ ৫৫০)
অন্য প্রার্থীদের জন্য৫৫০/- (শুধুমাত্র প্রসেসিং চার্জ)

IB ACIO Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF
About Author
Ipsita Dey

ইপ্সিতা দে | wbjobseekers.com সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ০৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment