HP Recruitment,2025: অনেকেই মূল কর্মক্ষেত্রে কাজ করার আগে সেই কাজের পূর্ব অভিজ্ঞতা করে নিতে চায়। তাই আজকালকার দিনে অ্যাপ্রেন্টিস নিয়োগ এর সংখ্যা বাড়ছে। তেমনি অনেকেই অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করতে চাইছেন। সম্প্রতি ভারত সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনে থাকা Hindustan Petroleum (HP) র তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যোগ্য প্রার্থীরা অবশ্যই এই আবেদন করবেন।
Hindustan Petroleum এ অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করার সুযোগ করতে পেতে পরীক্ষা পদ্ধতি কি হয়, কি ভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বেতন কত হয় এই সব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করা হল। তাই সমস্তটা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরতে হবে।
নিয়োগকারী দপ্তর ঃ Hindustan Petroleum
গুরুত্বপূর্ণ তারিখ ঃ
Application Starting Date | Already Started |
Application Ending Date | 13/01/2025 |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা ঃ
Hindustan Petroleum র তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাসিত হয়েছে সেটি অনুসারে Information Technology, Mechanical, Electrical, Electronics, Telecommunication, Computer Science ইত্যাদি শাখার ইঞ্জিনিয়াররা তাদের কর্মজীবনের শুরুর আগে এই অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি প্রয়োজন?
১) আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে।
২) IT, Mechanical, Electrical, Electronics, Telecommunication, Computer Science ইত্যাদি শাখার ইঞ্জিনিয়াররা 60% নম্বর নিয়া পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
৩) যে সব ছাত্র ছাত্রীরা ১/৪/২০২২ র আগে Engineering পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন কাঠামো কেমন ?
এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করার সুযোগ পেলে HPL র পক্ষ থেকে ২০,৫০০ টাকা এবং ভারত সরকারের পক্ষ থেকে ৪৫০০ টাকা , অর্থাৎ মোট মাসিক ২৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসাবে পাবেন।
Read more: শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগ, বেতন ১৬,৫০০
How To Apply For HP Recruitment,2025?
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে নির্দিষ্ট Website এ নিজেদের নাম Register করবেন। তারপর নিজেদের সব তথ্য দিয়া ফর্ম ফিলআপ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিলআপ করে ফেলবেন।
নিয়োগ পদ্ধতি কি?
খুব তাড়াতাড়ি Interview র জন্য প্রার্থীদের ডাকা হবে । সেখান থেকেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
Official Notification : Download Here