HDFC Scholarship 2025: পড়াশোনার জন্য পান ₹৭৫,০০০ পর্যন্ত অনুদান!

HDFC Scholarship 2025: ভারতবর্ষে এই প্রথম চালু হলো প্রথম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রী অব্দি পড়ুয়াদের জন্য এক নতুন স্কলারশিপ। এই স্কলারশিপ টি লঞ্চ করেছে ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্যাংক এইচডিএফসি ব্যাংক। প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রী থেকে মাস্টার ডিগ্রী ছাত্র-ছাত্রী যারা অত্যন্ত মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আগত তারাই এই স্কলারশিপ এ অংশগ্রহণ করতে পারবে। ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চশিক্ষা স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে এলো কোর্সের অন্যতম প্রাইভেট ব্যাংক এইচডিএফসি। এইচডিএফসি ম্যানেজমেন্টের তরফ থেকে এই স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে “পরিবর্তন স্কলারশিপ“।

এই স্কলারশীপে প্রথম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রী পর্যন্ত ছাত্রছাত্রীরা আর্থিক সহায়তা পেয়ে থাকে। ভারতবর্ষের বহু এমন পরিবার আছে যারা দরিদ্রতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না অথচ তারা মেধাবী তাদের স্বপ্ন যাতে থেমে না থাকে তার জন্যই এই পরিবর্তন স্কলারশিপ। এইচডিএফসি ব্যাঙ্ক এই স্কলারশিপ(HDFC Scholarship 2025) নিয়ে সেইসব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে থেকে সোশ্যাল রেস্পন্সিবিলিটি (Social Responsibility) পালন করার দায়িত্ব নিয়েছে।

HDFC Scholarship 2025 Amount (বৃত্তির পরিমাণ)

Primary to Class VI (প্রথম–ষষ্ঠ শ্রেণি)Rs. 15,000/Year
Class VII to XII (সপ্তম–দ্বাদশ শ্রেণি)Rs. 18,000/Year
ITI/Diploma/Polytechnic(আইটিআই/ডিপ্লোমা/পলিটেকনিক)Rs. 18,000/Year
Graduate (সাধারণ স্নাতক)Rs. 30,000/Year
Post Graduate (স্নাতকোত্তর)Rs. 35,000/Year
Professional Graduate (পেশাগত স্নাতক)Rs. 50,000/Year
Professional Post Graduate (পেশাগত স্নাতকোত্তর)Rs. 75,000/Year

HDFC Scholarship 2025 : যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিচের যোগ্যতা গুলি পূরণ করতে হবে
১. প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

  1. মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে তারপর পরবর্তী শ্রেণীতে অধ্যায়ন চালিয়ে গেলে আবেদন করতে পারবেন।
  2. ছাত্র-ছাত্রীর পারিবার বার্ষিক আয় 2.5 lakhs টাকার মধ্যে হতে হবে।
  3. ভারতবর্ষের সমস্ত রাজ্যের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
  4. ছাত্র-ছাত্রীরা যখন আবেদন করবেন তার আগের পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর পেতে হবে।

HDFC Scholarship 2025 – How to Apply কিভাবে আবেদন করবেন

এইচডিএফসির পরিবর্তন স্কলার্শিপ আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোন আবেদন রাজ্য হবেনা। এখন দেখে নিন কিভাবে আবেদন করবেন।
প্রথমে আপনি www.buddystudy.com ওয়েব সাইটে নাম ডিস্টার্ব করতে হবে। তারপর নাম রেজিস্টার হয়ে গেলে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশনের প্রসেস কমপ্লিট হওয়ার পর ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে লগইন হয়ে গেলে এইচডিএফসি স্কলারশিপ অপশনটি সিলেক্ট করতে হবে তারপর আবেদনের ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে আবেদনের জন্য যে সমস্ত নথি সাবমিট করতে হবে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে।

Register Log in on Buddy4Study → Access HDFC Bank Parivartan’s ECSS Scholarship Programme 2025‑26 → Start Application → Submit required Particulars & Documents → Preview and Final submit

Read More :- AIIMS Bhubaneswar : আধুনিক চিকিৎসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেখে নিন কি কি সুবিধা পাওয়া যায়!

ছাত্র-ছাত্রীদের আবেদন করার জন্য শেষ তারিখ হল : 9th September’2025
Website – https://www.buddy4study.com/

যোগ্য ছাত্র-ছাত্রীদের উচিত সময় মত এবং সঠিকভাবে আবেদন করে এই সুযোগটির সব ব্যবহার করা। এইচডিএফসি স্কলারশিপ 2025 আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি আদর্শ প্রকল্প যার মাধ্যমে তারা জীবনের স্বপ্নকে পূরণ করতে পারবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বেশিরভাগ খরচটি বহন করতে পারবে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য আরো কিছুটা এগিয়ে যেতে পারবে। যেসব ছাত্র-ছাত্রীরা শিক্ষার প্রতি খুবই আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ তাদের এই সুযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About Author

Leave a Comment